আরও পড়ুনঃ মন ভাল করার দাওয়াই এই গ্রাম! এখানে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও
অরণ্য সুন্দরী রিসর্টের ম্যানেজার ওঙ্কার ঘোষ জানিয়েছেন, ডবল বেড নন এসি রুম ১০০০ টাকা, ফোর বেড ১৫০০ টাকা , থ্রি বেড ১২০০ টাকা , ১৩ বেডের ডরমেটরি ৩০০০ টাকা । ফুডিং এর এক একজনের লাগবে ৫০০ টাকা করে। দেওয়া হবে সকাল থেকে একদম রাত পর্যন্ত খাবার।আউশগ্রামের এই রিসর্টে গেলে জঙ্গল ঘেরা পরিবেশে তো আপনি মুগ্ধ হবেনই, তার সঙ্গে আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন । তবে রিসর্ট এর বাইরের জায়গা গুলো দেখতে গেলে আপনাকে আলাদা করে টাকা দিতে হবে । এই রিসর্ট থেকে যেতে পারেন আদুরিয়া জঙ্গল। আদুরিয়া জঙ্গল গেলে দেখা মিলবে ময়ূরের। এছাড়াও যাওয়া যেতে পারে ডোকরা গ্রাম। এই গ্রামে গেলে চোখে পড়বে ডোকরার দারুণ দারুণ নিদর্শন।
advertisement
রিসর্ট থেকে স্বল্প দূরত্বে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। এই রাজবাড়িতেই শুটিং হয়েছে বিভিন্ন সিনেমা এবং টিভি সিরিয়ালের। রাজবাড়ির ভিতরের পরিবেশ দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এছাড়াও অরণ্যসুন্দরী রিসর্ট থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব খুবই কম। তাই এই অরণ্যসুন্দরী রিসর্টে থেকে আপনি আরও বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন ।
বর্ধমান আসানসোল লাইনের ট্রেন ধরে মানকর স্টেশনে নেমে, অটো অথবা টোটো করে কয়েক মিনিটের মধ্যে সহজেই পৌঁছে যেতে পারবেন এই রিসর্টে । এছাড়াও বর্ধমান স্টেশন অথবা মানকর স্টেশন থেকে গাড়িতে যেতে চাইলে, রিসর্টে আগে থেকে জানালে গাড়ির ব্যবস্থাও করা হয়। আদিবাসী নৃত্য ছাড়াও এখানে বোটিং, বন ফায়ার ইত্যাদির ব্যবস্থাও রয়েছে। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে 98328 28538 এই নম্বরে।
বনোয়ারীলাল চৌধুরী