এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেব দাস সহ অন্যান্য শিক্ষকরা। প্রভাত ফেরির পর অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে জলখাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে সম্মানিত করেন সংগঠনের সদস্যরা।
আরও পড়ুন: মানুষের কথা ভেবে জয়নগর থানায় হয়ে গেল স্বাস্থ্যমেলা
advertisement
বার্ষিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের হাতেও গাছের চারা তুলে দেওয়া হয়। দুপুর একটা নাগাদ তালপুকুর নবাবহাটের আদিবাসী পাড়ায় এক শিশুর জন্মদিন উপলক্ষে ৫০ জন দুঃস্থ শিশুকে মধ্যাহ্নভোজন করানো হয়। এই উদ্যোগ সম্পর্কে সংগঠনের সম্পাদক তুষারকান্তি মুখোপাধ্যায় বলেন, বসন্ত উৎসবের রঙে রঙিন হয় সারা বাংলা। অসহায় ও দুঃস্থ শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনটাকেও তাঁরা কিছুটা রঙিন হতে সাহায্য করলেন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 1:30 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: অসহায় শিশুদের পেট ভরা খাবার খাইয়ে বসন্ত উৎসব পালন