South 24 Parganas News: মানুষের কথা ভেবে জয়নগর থানায় হয়ে গেল স্বাস্থ্যমেলা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এখানে চক্ষু পরীক্ষার পাশাপাশি রোগীদের ইসিজি সহ একাধিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।
দক্ষিণ ২৪ পরগনা: প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নানান উদ্যোগ শুরু হয়েছে রাজ্যজুড়ে। এবার স্বাস্থ্যমেলা আয়োজন করল পুলিশ। জয়নগর থানায় পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যেয়ের উদ্যোগে এই স্বাস্থ্যমেলা আয়োজিত হয়। এই মেলায় তিন শতাধিক মানুষ তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করান।
পুলিশের আয়োজিত এই স্বাস্থ্যমেলায় উপস্থিত ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি, জয়নগর পুরসভার পুরপ্রধান সুকুমার হালদার, উপ পুরপ্রধান রথীন কুমার মণ্ডল, জয়নগর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস সহ আরও অনেকে। এখানে চক্ষু পরীক্ষার পাশাপাশি রোগীদের ইসিজি সহ একাধিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।
advertisement
advertisement
এই স্বাস্থ্যমেলা প্রসঙ্গে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে জানে। তাই তো রাজ্য সরকারের সম্পর্ক কর্মসূচির মধ্যে দিয়ে জয়নগরে এই স্বাস্থ্যমেলা আয়োজিত হল। সাধারণ মানুষের কথা ভেবে সব থানায় এই মেলা আয়োজনের পরামর্শ দেন তিনি।
advertisement
জানা গিয়েছে, জয়নগর থানায় আগেও এই ধরনের স্বাস্থ্যমেলা আয়োজ করা হয়েছিল। অতীতের মতো এবারেও ব্যাপক সাড়া পড়ে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 11:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মানুষের কথা ভেবে জয়নগর থানায় হয়ে গেল স্বাস্থ্যমেলা