উত্তর দিনাজপুর: এই বছর তুলনায় অনেক তাড়াতাড়ি গরম পড়ে গিয়েছে। তবে সেই তীব্র গরম, যখন বাইরে বেরোলেই মনে হবে চারিদিক যেন ফুটন্ত কড়াইয়ের মত সেই পরিস্থিতি আসতে এখনও বেশ খানিকটা সময় বাকি আছে। কিন্তু এখন থেকেই তীব্র জলকষ্টে ভুগতে শুরু করেছে হেমতাবাদের বাঙালবাড়ি পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষ।
জল কষ্ট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এই গ্রামগুলির মানুষকে এখন থেকেই বহু দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। বাড়িতে নলকূপ থাকলেও সেগুলো থেকে পড়ছে না। দু-একটি গভীর নলকূপ আছে এলাকায়। তবে তার সংখ্যা প্রয়োজনের থেকে অনেক কম জানিয়েছেন গ্রামবাসীরা।
প্রয়োজন মত পানীয় জল না পাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। বাড়ি বাড়ি জলের লাইন পাতা হলেও এখনও সেই কল দিয়ে জল পড়ে না বলে জানিয়েছেন তাঁরা। অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও এই সমস্যার সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে জলকষ্ট তীব্র আকার ধারণ করেছে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি পঞ্চায়েতের শাসন, গুঠিন, আটকোরা গ্রামে। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান হেমতাবাদ ব্লকের জয়েন্ট বিডিও রৌনক রায়।
মৃন্ময় বসাক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drinking Water, Hemtabad, Water Crisis, Water Problem