হোম /খবর /উত্তরবঙ্গ /
গ্রামের সব নলকূপ শুকিয়ে গিয়েছে! ভালো করে গরম পড়ার আগেই এ কী কাণ্ড...

Uttar Dinajpur News: গরম ভালো করে পড়ার আগেই তীব্র জলকষ্ট হেমতাবাদে

X
title=

জলকষ্ট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এই গ্রামগুলির মানুষকে এখন থেকেই বহু দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। বাড়িতে নলকূপ থাকলেও সেগুলো থেকে পড়ছে না। দু-একটি গভীর নলকূপ আছে এলাকায়। তবে তার সংখ্যা প্রয়োজনের থেকে অনেক কম জানিয়েছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন...
  • Share this:

উত্তর দিনাজপুর: এই বছর তুলনায় অনেক তাড়াতাড়ি গরম পড়ে গিয়েছে। তবে সেই তীব্র গরম, যখন বাইরে বেরোলেই মনে হবে চারিদিক যেন ফুটন্ত কড়াইয়ের মত সেই পরিস্থিতি আসতে এখন‌ও বেশ খানিকটা সময় বাকি আছে। কিন্তু এখন থেকেই তীব্র জলকষ্টে ভুগতে শুরু করেছে হেমতাবাদের বাঙালবাড়ি পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষ।

জল কষ্ট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এই গ্রামগুলির মানুষকে এখন থেকেই বহু দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। বাড়িতে নলকূপ থাকলেও সেগুলো থেকে পড়ছে না। দু-একটি গভীর নলকূপ আছে এলাকায়। তবে তার সংখ্যা প্রয়োজনের থেকে অনেক কম জানিয়েছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: রোগীদের সঙ্গে অভব্য আচরণ, আশাকর্মীদের মারধর! নার্সের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝোলাল গ্রামবাসীরা

প্রয়োজন মত পানীয় জল না পাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। বাড়ি বাড়ি জলের লাইন পাতা হলেও এখনও সেই কল দিয়ে জল পড়ে না বলে জানিয়েছেন তাঁরা। অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও এই সমস্যার সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে জলকষ্ট তীব্র আকার ধারণ করেছে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি পঞ্চায়েতের শাসন, গুঠিন, আটকোরা গ্রামে। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান হেমতাবাদ ব্লকের জয়েন্ট বিডিও রৌনক রায়।

মৃন্ময় বসাক

Published by:kaustav bhowmick
First published:

Tags: Drinking Water, Hemtabad, Water Crisis, Water Problem