এইসব কিছু দেখার পরও নির্বিকার প্রশাসন। দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত করছে না বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসন দ্রুত বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে বৃহত্ত্বর আন্দোলন শুরু হবে বলে জানান গ্রামবাসীরা। গ্রামবাসীদের একাংশ বলেন, পঞ্চায়েত কোনও কাজই করে না। যদিও কাজ করে তাও উল্টো পাল্টা।
আরও পড়ুনঃ আশা কর্মীর চাকরি করে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ-এর অভিযোগ!
advertisement
রাস্তা মেরামত করতে এলেও তা সম্পূর্ণ করে না। এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, রাস্তায় কাদা জলে ভর্তি থাকে বর্ষাকালে। স্থানীয়দের যাতায়াত করতে অসুবিধা হয়। স্কুলের বাচ্চারা যেতে পারে না যখন তখন দূর্ঘটনা ঘটে। বহু বার রাস্তা মেরামত করার কথা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয় নি।
আরও পড়ুনঃ বাল্যবিবাহ রোধ করলেন প্রধান শিক্ষিকা! কুর্নিশ সমাজের
তাই রাস্তায় ধান পুতে বিক্ষোভ দেখাতে বাধ্য হলেন তাঁরা। স্থানীয় এক স্কুলের শিক্ষিকা বলেন, অনেক দিন ধরেই রাস্তায় দাড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল স্থানীয়রা। আর এদিন বিক্ষোভের জেরে পথ আটকে রাখে স্থানীয়রা। ফলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে।
Malobika Biswas