আরও পড়ুন Rs.1crore job: জীবনের প্রথম চাকরি দেড় কোটি টাকার, চিনে নিন কৃষ্ণনগরের যুবক দেবর্ষিকে
এই অদ্ভূত কলা গাছের কথা চাউর হতেই আশপাশের এলাকা থেকে ভিড় করতে থাকেন মানুষজন। বালিডাঙ্গা এলাকায় ভিড় জমে যায় কলা গাছ দেখতে। স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের অভিনব গাছ আগে কোথাও দেখননি। বর্ধমান শহরে কোথাও দেখা যায়নি এমন কলা গাছ৷ তাই এই গাছ দেখতে অনেকেই ভিড় করছেন। যদিও এনিয়ে যথেষ্ট চিন্তিত ছোটনীলপুর এলাকার ভট্টাচার্য্য পরিবার। বিষয়টি নিয়ে তারা কী করবেন বুঝে উঠতে পারছেন না৷ কারণ বিভিন্ন সময় পাথরের গণেশ মূর্তিতে দুধ খাওয়ালে তা টেনে নিতে দেখা গিয়েছে, আর এরপর সেই মূর্তিতে পুজো শুরু হয়েছে। তবে এটাও কী কোনও দেব দেবতার সঙ্গে জড়িত? প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ৷ তবে এই সব ধারণা আদতে কুসংস্কার বলে এই ত্বত্ত্বে কোনও পাত্তাই দেওয়া হয়নি৷ তবে বাগানের এই কলা গাছের নাম তারা দিয়েছেন গণেশ কলাগাছ । অনেকেই আবার এই কলা গাছকে প্রণাম করছেন।
advertisement
Malobika Biswas