সোমবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ যান চলাচলের বিষয়টি মুসলিম রাখার কাজে নিযুক্ত ট্রাফিক কর্মীদের হাতে গরমের সঙ্গে লড়াই করার মত বিশেষ সামগ্রিকগুলো তুলে দেয়।
আরও পড়ুন: ছোটবেলার শখ আঁকড়ে ধরে আজ উদ্যোগপতি বাঙালি যুবক! ভাত যোগাচ্ছেন অন্যদের মুখেও
দক্ষিণবঙ্গে এক্ষুণি স্বস্তি আসছে না। হাওয়া অফিস জানিয়েছে এই গোটা সপ্তাহজুড়েই তপপ্রবাহ চলবে। ফলে ট্রাফিক পুলিশের কাজটা আরও কঠিন হয়ে উঠছে। কিন্তু পথ নিরাপত্তার স্বার্থে ট্রাফিক পুলিশ কর্মীদের এই দায়িত্ব পালন থেকে রেহাই দেওয়ার সুযোগও নেই। আর তাই তাঁদের স্বাস্থ্যের দিকটি মাথায় রেখেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
advertisement
খণ্ডঘোষ, রায়না এবং মাধবডিহি এই তিনটি থানার ওসি ট্রাফিকের উদ্যোগে ছাতা ও সানগ্লাস তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সিআইসি সুব্রত ঘোষ, রায়না থানার ওসি সৈকত মণ্ডল, খণ্ডঘোষ থানার ওসি সুব্রত ঘোষ, মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্ত, সেহারা বাজার ফাঁড়ির ওসি প্রীতম বিশ্বাস ও সেহারাবাজার ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ কুমার পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা।