শখের বসেই জাহাজের মতন বাড়ি তৈরি করলেন মিন্টু

অবিকল টাইটানিক-এর মতন তার সাধের বাড়ি

বর্তমানে চাষাবাদ করেই দিন কাটাচ্ছেন তিনি

বাবা মনরঞ্জন রায়ের হাত ধরেই শিলিগুড়িতে আসা

তারপর কেটে গিয়েছে অনেক দিন, কিন্তু তাঁর ইচ্ছেটাকে কিন্তু কোনও দিনও মরে যেতে দেয়নি মিন্টু

শখের জাহাজের মত বাড়ি বানানোর কাজ ধীরে ধীরে শুরু করেন তিনি

তবে প্রথমে তার ভাবনায় সায় দেয়নি কোনও ইঞ্জিনিয়ার

তারপর নিজের হাতেই ছবি একে বাড়ি তৈরিতে হাত দেন

তবে টাকার অভাবে কাজ মাঝে মাঝেই আটকে যায়

মিস্ত্রিদের টাকা যোগান দেবার ক্ষমতাও ছিল না তার

তারপর নিজেই তিন বছর নেপালে গিয়ে রাজমিস্ত্রির কাজ শিখে বাড়ির তৈরির কাজে হাত দেন

ধীরে ধীরে তৈরি হচ্ছে তার স্বপ্নের জাহাজ বাড়ি

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন