বেআইনিভাবে ওষুধ মজুত করে বিক্রি করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের লক্ষ্মীপুরের দুই গ্রামীণ চিকিৎসকের বিরুদ্ধে। লক্ষ্মীপুরের মিসবাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। গ্রেফতার করে ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ।
#পূর্ববর্ধমান : বেআইনিভাবে ওষুধ মজুত করে বিক্রি করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের লক্ষ্মীপুরের দুই গ্রামীণ চিকিৎসকের বিরুদ্ধে। লক্ষ্মীপুরের মিসবাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। গ্রেফতার করে ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বুধবার তাঁদের জেল হেফাজত দেন বিচারক । ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, ধৃত দুই চিকিৎসকের নাম গোলাম কিবরিয়া শেখ ও মোকাবিল মণ্ডল ওরফে সুশীল । লক্ষ্মীপুর স্টেশন রোড সংলগ্ন এলাকাতেই চেম্বার খুলে বসেছিলেন তারা । বেআইনিভাবে ওষুধ মজুত করে বিক্রি করার অভিযোগেই এই দুই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
advertisement
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অনেক ওষুধ , ট্যাবলেট , সিরাপ। এই সমস্ত ওষুধ বিক্রির লাইসেন্স রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। তদন্তকারী অফিসাররা জানায় , ওই দুই চিকিৎসক ওষুধ স্টক করা এবং ওষুধ বিক্রি করার কোনও লাইসেন্স দেখাতে পারেননি। তাঁদের কথাতেও অসঙ্গতি রয়েছে। তাই বেআইনিভাবে ওষুধ মজুত করার অভিযোগে দুই চিকিৎসককে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে খবর, লক্ষ্মীপুর স্টেশন রোড সংলগ্ন মিসবাপুর এলাকায় চেম্বার খুলে ডাক্তারি করতেন গোলাম কিবরিয়া শেখ ও মোকাবিল মণ্ডল ওরফে সুশীল । শুধু রোগী দেখা নয়, রোগ নির্ণয় করে টাকার বিনিময়ে রোগীদের ওষুধও দিতেন তাঁরা । অনেক সময় এনাদের ওষুধ খেয়ে অসুস্থ হয়েছেন অনেকেই। ফলে আতঙ্কে ছিলেন তারা । দুই ডাক্তার গ্রেফতার হওয়ায় খুশি হয়েছেন স্থানীয়রা।