TRENDING:

East Bardhaman News: আবাস যোজনার তালিকায় উপপ্রধানের মৃত বাবার নাম, অভিযোগ

Last Updated:

আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগ নতুন নয়। আর এবার আবাস যোজনার তালিকা প্রকাশিত হতেই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগ নতুন নয়। আর এবার আবাস যোজনার তালিকা প্রকাশিত হতেই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে । খণ্ডঘোষের শাঁকারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর সেখ। গ্রামেই রয়েছে তার চারতলা ইমারত। তবুও সদ্য প্রকাশিত আবাস যোজনার তালিকায় উপপ্রধান জাহাঙ্গীর সেখের স্ত্রী সীমা সেখের নাম রয়েছে । যা নিয়ে রীতিমত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
advertisement

এখানেই শেষ নয় পাশাপাশি তার মৃত বাবা সেখ মহসিন, ভাই আমনগীর সেখ ও আর এক ভাই আজমগীর সেখের নামেও আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত হয়েছে । অভিযো গ, এলাকায় যাঁদের প্রয়জন তাঁরা পাচ্ছেন না আবাস যোজনার বাড়ি, আর যাদের ভুঁড়ি ভুঁড়ি আছে তাঁরাই নিজেদের নাম নতিভুক্ত করছে । অনেকেরই মাটির বাড়ি আছে , কারো মাটির বাড়ি ভেঙে গেছে । তবুও তাদের নাম আসে নিবআবাস যোজনার তালিকায় এমনটাই বলছেন এলাকার মানুষজন ।

advertisement

আরও পড়ুন: ‘‘সিবিআই হেফাজতে কী করে মারা গেল’, লালন শেখের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার

এ বিষয়ে শাঁকারি গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলী খাঁ বলেন, \"আমাকে কোন কাজ করতে দেওয়া হয় নি। উপপ্রধান জাহাঙ্গীর সেখ নিজের খুশী মত সব করেছে । এ নিয়ে উদ্বর্তন কর্তৃপক্ষকেও জনিয়েছেন ।

advertisement

View More

এই বিষয়ে অভিযুক্ত উপপ্রধান জাহাঙ্গীর সেখের সঙ্গ যোগাযোগ করা হলে বলেন, অফিসে খুব একটা যান না তি নি। কে বা কারা এই লিস্ট করেছে তা তাঁর জানা নেই। বিষয়টি তার নজরে আস মাত্র নাম বাতিলের জন্য উদ্যোগ নিয়েছেন ।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: আবাস যোজনার তালিকায় উপপ্রধানের মৃত বাবার নাম, অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল