এখানেই শেষ নয় পাশাপাশি তার মৃত বাবা সেখ মহসিন, ভাই আমনগীর সেখ ও আর এক ভাই আজমগীর সেখের নামেও আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত হয়েছে । অভিযো গ, এলাকায় যাঁদের প্রয়জন তাঁরা পাচ্ছেন না আবাস যোজনার বাড়ি, আর যাদের ভুঁড়ি ভুঁড়ি আছে তাঁরাই নিজেদের নাম নতিভুক্ত করছে । অনেকেরই মাটির বাড়ি আছে , কারো মাটির বাড়ি ভেঙে গেছে । তবুও তাদের নাম আসে নিবআবাস যোজনার তালিকায় এমনটাই বলছেন এলাকার মানুষজন ।
advertisement
আরও পড়ুন: ‘‘সিবিআই হেফাজতে কী করে মারা গেল’, লালন শেখের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার
এ বিষয়ে শাঁকারি গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলী খাঁ বলেন, \"আমাকে কোন কাজ করতে দেওয়া হয় নি। উপপ্রধান জাহাঙ্গীর সেখ নিজের খুশী মত সব করেছে । এ নিয়ে উদ্বর্তন কর্তৃপক্ষকেও জনিয়েছেন ।
এই বিষয়ে অভিযুক্ত উপপ্রধান জাহাঙ্গীর সেখের সঙ্গ যোগাযোগ করা হলে বলেন, অফিসে খুব একটা যান না তি নি। কে বা কারা এই লিস্ট করেছে তা তাঁর জানা নেই। বিষয়টি তার নজরে আস মাত্র নাম বাতিলের জন্য উদ্যোগ নিয়েছেন ।
Malobika Biswas