‘‘সিবিআই হেফাজতে কী করে মারা গেল’, লালন শেখের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার

Last Updated:

সোমবার সন্ধ্যার পর হঠাৎই খবর আসে, আসানসোলে সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের৷

#শিলং: সোমবার সন্ধ্যার পর থেকে রাজ রাজনীতি বারংবার তোলপাড় হয়েছে একটি ঘটনায়৷ বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা উঠেছে তুঙ্গে৷ এ বার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তীব্র প্রতিক্রিয়া দিলেন মেঘালয়ের সভা থেকে৷
মমতা এ দিন মেঘালয়ের সভা মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘সে সিবিআই কাস্টডিতে কী করে মারা গেল? আমরা ইস্যুটা তুলছি৷ এফআইআর হয়েছে ইতিমধ্যেই। আমরা ঘটনার নিন্দা করছি৷’’ মমতা বক্তব্য যথেষ্ট তাৎপর্য বহন করছে, কারণ এই নিয়ে প্রথমবারের জন্য প্রতিক্রিয়া দিলেন তিনি৷
advertisement
advertisement
আরও পড়ুন: লালন মৃত্য়ুতে চাপে সিবিআই, শুরু বিভাগীয় তদন্ত! দিল্লি থেকে রিপোর্ট তলব
সোমবার সন্ধ্যার পর হঠাৎই খবর আসে, আসানসোলে সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের৷ গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বলে খবর৷ নিমেশে রামপুরহাটের এই গ্রামে শুরু হয় বিক্ষোভ৷ জাতীয় সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বগটুই গ্রামের বাসিন্দারা৷ তাঁদের দাবি, সিবিআই হেফাজতে খুন করা হয়েছে লালনকে৷ শুরু হয় রাজনৈতিক তরজা৷
advertisement
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তোলেন শুভেন্দুর ডিসেম্বর মন্তব্যের প্রসঙ্গ৷ ১২ ডিসেম্বরেই এই ঘটনা ঘটায় কুণাল সন্দেহ প্রকাশ করে বলেন, তা হলে কী এই ঘটনার কথাই বলতে চাইছিলেন শুভেন্দু৷ তিনি শুভেন্দুকে নিয়ে তদন্তের কথাও বলেন৷ অন্য দিকে ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু আংশিক দায় রাজ্য সরকারের পুলিশের উপরেও চাপান৷ তিনি বলেন, নিরাপত্তার দায়িত্বে তো পুলিশও ছিল, তা হলে কেন এমন ঘটনা ঘটল৷ তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘‘সিবিআই হেফাজতে কী করে মারা গেল’, লালন শেখের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement