‘‘সিবিআই হেফাজতে কী করে মারা গেল’, লালন শেখের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার

Last Updated:

সোমবার সন্ধ্যার পর হঠাৎই খবর আসে, আসানসোলে সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের৷

#শিলং: সোমবার সন্ধ্যার পর থেকে রাজ রাজনীতি বারংবার তোলপাড় হয়েছে একটি ঘটনায়৷ বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা উঠেছে তুঙ্গে৷ এ বার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তীব্র প্রতিক্রিয়া দিলেন মেঘালয়ের সভা থেকে৷
মমতা এ দিন মেঘালয়ের সভা মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘সে সিবিআই কাস্টডিতে কী করে মারা গেল? আমরা ইস্যুটা তুলছি৷ এফআইআর হয়েছে ইতিমধ্যেই। আমরা ঘটনার নিন্দা করছি৷’’ মমতা বক্তব্য যথেষ্ট তাৎপর্য বহন করছে, কারণ এই নিয়ে প্রথমবারের জন্য প্রতিক্রিয়া দিলেন তিনি৷
advertisement
advertisement
আরও পড়ুন: লালন মৃত্য়ুতে চাপে সিবিআই, শুরু বিভাগীয় তদন্ত! দিল্লি থেকে রিপোর্ট তলব
সোমবার সন্ধ্যার পর হঠাৎই খবর আসে, আসানসোলে সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের৷ গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বলে খবর৷ নিমেশে রামপুরহাটের এই গ্রামে শুরু হয় বিক্ষোভ৷ জাতীয় সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বগটুই গ্রামের বাসিন্দারা৷ তাঁদের দাবি, সিবিআই হেফাজতে খুন করা হয়েছে লালনকে৷ শুরু হয় রাজনৈতিক তরজা৷
advertisement
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তোলেন শুভেন্দুর ডিসেম্বর মন্তব্যের প্রসঙ্গ৷ ১২ ডিসেম্বরেই এই ঘটনা ঘটায় কুণাল সন্দেহ প্রকাশ করে বলেন, তা হলে কী এই ঘটনার কথাই বলতে চাইছিলেন শুভেন্দু৷ তিনি শুভেন্দুকে নিয়ে তদন্তের কথাও বলেন৷ অন্য দিকে ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু আংশিক দায় রাজ্য সরকারের পুলিশের উপরেও চাপান৷ তিনি বলেন, নিরাপত্তার দায়িত্বে তো পুলিশও ছিল, তা হলে কেন এমন ঘটনা ঘটল৷ তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘‘সিবিআই হেফাজতে কী করে মারা গেল’, লালন শেখের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement