TRENDING:

East Burdwan News: স্কুলের ঘর পরিষ্কার করেন পড়ুয়ারা, অঙ্ক করান শিক্ষাকর্মী, কী অবস্থা এই স্কুলে

Last Updated:

East Burdwan News: এমন কী ডি গ্রুপের স্টাফ না থাকায় নিজেদের ক্লাসরুম রুটিন মাফিক ছাত্রীরাই পরিষ্কার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্বস্থলী: স্কুলে নেই শিক্ষক , দেড় বছর ধরে অঙ্কের ক্লাস করাচ্ছেন ক্লার্ক , কিন্তু কেন ? পূর্ব বর্ধমানের পূর্বস্থলী সাবিত্রী বালিকা বিদ্যালয়ে শিক্ষক নেই, অঙ্কের ক্লাস করাচ্ছেন স্কুলের ক্লার্ক দেড় বছর ধরে, এভাবেই চলছে বিদ্যালয়ের পঠন পাঠন। এই অবস্থার জন্য শিক্ষা দফতরকে দায়ী করেছেন প্রধান শিক্ষিকা।
advertisement

অভিভাবকরা জানাচ্ছেন ঠিক মতো শিক্ষক না থাকার ফলে সায়েন্স গ্রুপের কিছুই শিখতে পারছে না স্কুলের ছাত্রীরা এমনকি অধিকাংশ দিনই শিক্ষক না থাকার কারণে অধিকাংশ বিষয়ের ক্লাসই হয় না । পূর্বস্থলী ২ নম্বর ব্লকের সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় ২৪ জন শিক্ষক ছিলেন, ২০২১-এর পর থেকে মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার নিয়ে তাঁরা অন্যত্র বদলি হয়ে গিয়েছেন। যার ফলে ৮০০-এর উপর পড়ুয়ার জন্য মাত্র সাত জন স্থায়ী শিক্ষক দিয়ে চলছে স্কুলের পঠন পাঠন।

advertisement

আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..

আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে

সায়েন্স গ্রুপের কোন বিষয়ের টিচার নেই, আর সেই কারণেই স্কুলের ক্লাস নেন ক্লার্ক! কার্যত শিক্ষকের অভাবে এই ভাবেই পঠন পাঠন চলছে বিদ্যালয়ে। এমন কী ডি গ্রুপের স্টাফ না থাকায় নিজেদের ক্লাসরুম রুটিন মাফিক ছাত্রীরাই পরিষ্কার করে।এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী পাল জানান, ‘‘২০২১ সালে উৎসশ্রী প্রকল্প চালু হওয়ার দৌলতে স্কুলে ১৭টি পোস্ট ফাঁকা, যে জায়গায় থাকা দরকার ২৪ জনের। উনি বলেন বর্তমানে ওঁকে নিয়ে মোট শিক্ষকের সংখ্যা ৭ জন । যার মধ্যে আবার একজন সামনের জুন মাসে অবসর নেবেন। শিক্ষক না থাকার কারণে মাঝে মাঝে পড়ুয়াদের ক্লাস অফ যায়, এতে কিছু করার নেই বলে দাবী করেন তিনি।’’ এ ছাড়াও তিনি জানান যে একটাও গ্রুপ ডি কর্মী না থাকায় ঘর খোলার দিকটাও পড়ুয়াদেরই ভাবতে হবে ।

advertisement

প্রসঙ্গত এই বিষয়ে স্কুলের ক্লার্ক সুমন্ত সাহা জানান, ‘‘স্কুলের অধিকাংশ শিক্ষক ট্রান্সফার নিয়ে চলে গিয়েছেন। এমত অবস্থায় যেহেতু আমি অঙ্কে অনার্স, তাই স্কুলের প্রধান শিক্ষিকার অনুরোধে আমি অঙ্কের ক্লাস নিয়ে থাকি।’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আর একটি বিষয় সামনে আসছে যে, ডি গ্রুপেরও কর্মী না থাকায় স্কুল রুটিন মাফিক পরিষ্কার করতে হচ্ছে ছাত্রীদেরই। এছাড়াও সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় দিন স্কুল এ ক্লাস না হওয়ার কারণে আশঙ্কায় রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: স্কুলের ঘর পরিষ্কার করেন পড়ুয়ারা, অঙ্ক করান শিক্ষাকর্মী, কী অবস্থা এই স্কুলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল