Virender Sehwag: বর্ধমানে 'নজফগড়ের নবাব' বীরেন্দ্র সেহবাগ! গান গেয়ে দর্শকদের মুগ্ধ করলেন তারকা ক্রিকেটার
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
বর্ধমানে এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ‘নজফগড়ের নবাব’, 'আধুনিক ক্রিকেটের জেন মাস্টার' বীরেন্দ্র সেহবাগ,মারলেন চার-ছয়,গাইলেন গান। তাকে দেখতে মাঠে ভিড় জমান ৮ থেকে ৮০ সকল ক্রিকেটপ্রেমীরা। কোথায় জানান?
advertisement
1/6

বর্ধমানে এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ‘নজফগড়ের নবাব’, 'আধুনিক ক্রিকেটের জেন মাস্টার' বীরেন্দ্র সেহবাগ,মারলেন চার-ছয়,গাইলেন গান। তাকে দেখতে মাঠে ভিড় জমান ৮ থেকে ৮০ সকল ক্রিকেটপ্রেমীরা। কোথায় জানান? (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/6
বর্ধমানে চলছিল টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্ট রাজনন্দিনী কাপ ২০২৫।এই টুর্নামেন্টের ফাইনালের দিন মাঠে মুখোমুখি হয় সেমিফাইনালে ওঠা চারটি টিমের মধ্য থেকে দুটি টিম এদিনই খেলবে ফাইনাল। রবিবার দুপুরে মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ।
advertisement
3/6
মাঠে উপস্থিত প্লেয়ারদের সঙ্গে ও খুদে প্লেয়ারদের সঙ্গে বেশ কিছুক্ষণ ক্রিকেটে খেলেন, মারেন ৪-৬। আর তার খেলা দেখতে চরম উন্মদনা লক্ষ্য করা যায় দর্শকদের মধ্যে। মাঠের চারিদিকে ছিল উপচে পড়া ভিড়।
advertisement
4/6
এরপরই একটি হুড খোলা গাড়িতে করে মাঠ প্রদক্ষিণ করেন এবং দর্শকদের উদ্দেশ্যে হাত নড়ে।একটি গানও করেন তিনি।চলা জাতা হূঁ, কিসী কী ধুন মধড়কতে দিল কে, তরানে লিচলা জাতা হূঁ, কিসী কী ধুন মধড়কতে দিল কে, তরানে লি গানটি করেন তিনি। তার গলায় কাজ যেন বাড়তি পাওনা দর্শকদের কাছে।
advertisement
5/6
২৮ শে নভেম্বর শুরু হয়েছিল রাজনন্দিনী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। ৩০ শে নভেম্বর তার ফাইনাল।২৭ এ নভেম্বর এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতান ফসিলস। যা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। ২৮ শে নভেম্বর আসেন কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিক। ২৯ শে নভেম্বর আসেন যীশু সেনগুপ্ত ও ঈদিকা পল এবং ৩০ শে নভেম্বর উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ।
advertisement
6/6
এই ক্রিকেট টুর্নামেন্টে জয়ী দল পাবে ১৩ লক্ষ টাকা পুরস্কার ও বিজিত দল ৭ লক্ষ টাকা পাবে। ম্যান অফ দ্যা ম্যাচের জন্য থাকবে এলইডি টিভি। বেস্ট বোলার ও বেস্ট ব্যাটসম্যানের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। (ছবি ও তথ্য: সায়নী সরকার)