আরও পড়ুন: অসময়ের বৃষ্টিতে নষ্ট মাঠ ভর্তি ফুল, পুজো হবে কী করে!
রবিবার এই মেলার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। তিনি বলেন, এই মেলাটা১২ বছর ধরে হচ্ছে। আর আমাদের গ্রামের, শহরের বাঙালি মা-বোনেরা বরাবরই একটা আগ্রহ থাকে তাঁতের শাড়ির উপর। এখানে যে সকল স্টলগুলো আছে সেখানে বেশিরভাগ পূর্ব বর্ধমান জেলার তাঁত শিল্পীদের তৈরি করা। এই বছর মেলায় ৩০ টি স্টল আছে। এখানে তাঁত বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে জেলার তাঁত শিল্পীদের পাশাপাশি হাজির হয়েছেন নদিয়া, হুগলির তাঁত শিল্পীরাও।
advertisement
তবে , শুধুমাত্র তাঁতের শাড়ি নয়, ছেলেদের পোশাক, হস্তশিল্পের স্টলও আছে মেলায়। এই মেলা চলছে বর্ধমান শহরের কোর্ট চত্বর এলাকার সিধু-কানহু প্রাঙ্গনে। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা।
বনোয়ারীলাল চৌধুরী