এই সভাতেই এসেছিল ১৪ বছরের কেশবগঞ্জের তামান্না খাতুন। সে নিজে হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকে এনেছিল। মুখ্যমন্ত্রীর হতেই দেওয়ার ইচ্ছে ছিল ছবিটি। সভাস্থলে সামনে নিজের হাতে আঁকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দাঁড়িয়েছিল তামান্না। তবে দেওয়া হল না সেই ছবি। সভাস্থল থেকেই কাঁদো কাঁদো মুখে বাড়ি ফিরতে হল তামান্নাকে। অনেক আশা নিয়ে তামান্না এসেছিল এ দিনের এই সভায়। ইচ্ছে ছিল নিজের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার হাতে আঁকা ছবি তুলে দেবে। তবে সেই আশা হল না পূরণ।
advertisement
আরও পড়ুন Asansol News || ঘুচল অন্ধকার, স্বাধীনতার ৭৫ বছর পরে আলো জ্বলল গ্রামে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন শুনে গতকাল মাত্র পাঁচ ঘণ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকে ফেলেছিল তামান্না। তারপর সেই ছবি ফ্রেমবন্দি করে গোদার মাঠে সভাস্থলের পাশেই দাড়িয়ে ছিল তামান্না। গেটে ঢুকতে গেলে তামান্নার মা ও তামান্নাকে বাধা দেয় প্রশাসনিক আধিকারিকরা। তামান্নার মাকে জানিয়ে দেওয়া হয় অনুমতি ছাড়া এভাবে মুখ্যমন্ত্রীর হাতে কিছুই দেওয়া যায় না। অনেক অনুরোধ করার পরও যখন দেওয়া হল না ঢুকতে, দিতে দেওয়া হল না মুখ্যমন্ত্রীর হাতে ছবি, তখন কাতর মুখে বাড়ি ফিরে গেল তামান্না।
তামান্না সভায় এসেছিল অফুরন্ত আশা নিয়ে। ভেবেছিল তার নিজের আঁকা ছবিটা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে পারবে। ওই ১৪ বছরের তামান্না জনাত না যে তাকে ছবিটি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাই বাড়ি ফেরার পথে তামান্নার চোখে দেখা গেল জল, মুখে ফুটে উঠল হতাশার ছাপ।
Malobika Biswas