TRENDING:

Purba Bardhaman News: জগদ্ধাত্রী পুজোয় বটতলা উন্নয়ন কমিটির থিম সূর্য দেবতার রথ

Last Updated:

জগদ্ধাত্রীপুজো মানে প্রথমেই যে দুই জায়গার নাম মাথায় আসে তাহল কৃষ্ণনগর ও চন্দননগর। এরমধ্যে আলোকশিল্পর জন্য চন্দননগরের খ্যাতি বিশ্বজুড়ে। আর তাই জগদ্ধাত্রী পুজোয় (Jagadhatri Puja 2022) প্রতিমা, মণ্ডপ ও আলোকসজ্জা দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় জমান চন্দননগরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : জগদ্ধাত্রীপুজো মানে প্রথমেই যে দুই জায়গার নাম মাথায় আসে তাহল কৃষ্ণনগর ও চন্দননগর। এরমধ্যে আলোকশিল্পর জন্য চন্দননগরের খ্যাতি বিশ্বজুড়ে। আর তাই জগদ্ধাত্রী পুজোয় (Jagadhatri Puja 2022) প্রতিমা, মণ্ডপ ও আলোকসজ্জা দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় জমান চন্দননগরে। দূরদূরান্ত থেকেও যান বহু মানুষ। শুধু চন্দননগর আর কৃষ্ণনগরেই যে জগদ্ধাত্রী পুজো জাঁকজমক সহকারে হয় তা নয়। পূর্ব বর্ধমান জেলাতেও বেশ কয়েকটি বড় জগদ্ধাত্রী পুজো হয়। শহর বর্ধমানের বেশ কয়েকটি পূজা কমিটি আয়োজন করে জগদ্ধাত্রী পুজোর।
advertisement

এর মধ্যে অন্যতম হল নিলপুরের বটতলা উন্নয়ন কমিটির জগদ্ধাত্রী পুজো। বিগত ১০ বছর ধরে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে আসছে এই পুজো কমিটি। এবছর বটতলা উন্নয়ন কমিটির পুজোর থিম সূর্য দেবতার রথ। সূর্যেরের সঙ্গে পৃথিবীর জীবন প্রবাহের গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। এটা তো গেল বিজ্ঞানের ভাষায়। এবং পৌরাণিক ভাবেও সূর্য দেবের বিশেষ স্থান রয়েছে হিন্দু ধর্মে। বহু জায়গা তেই পুজো করা হয় সূর্য দেবের।

advertisement

আরও পড়ুনঃ  এক মাস ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আউশগ্রামে

 

আর সম্প্রতি কেটেছে ছট পুজো, সেখানে সূর্যকে সম্মান জানিয়ে অবাঙালী মানুষজন এই ছট উৎসবে মেতে উঠেছিলেন। এবং সেখানে সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মানুষজন। তেমনভাবেই বহু বাঙ্গালী মানুষ তারাও সূর্যের প্রতি সম্মান, ভক্তি, শ্রদ্ধা রাখেন। বহু প্রবীণ মানুষ প্রতিদিন সূর্য প্রণাম করেন অন্যদিকে, যোগা যা স্বাস্থ্যের জন্য উপকারী।

advertisement

আরও পড়ুনঃ গুজরাটে ব্রীজ ভেঙে মৃত্যু জেলার যুবকের, এলাকায় শোকের ছায়া

মানসিক ভাবে স্থির থাকতে যোগাঅভ্যাস করতে বলা হয় তার সঙ্গেও সূর্যদয়ের একটা বিশেষ ভাবে যোগ রয়েছে সেই জন্যই সূর্য দেবকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে বর্ধমানের এই নিলপুরের বটতলা উন্নয়ন কমিটির সদস্যরা এই অসাধারণ মণ্ডপ গড়ে তুলেছেন। সম্প্রতি ছট পুজো কেটেছে সেই কথাকে মাথায় রেখেই সূর্য দেবের যে পৌরাণিক রূপ সূর্য দেব যাচ্ছেন ঘোড়ায় টানা রথে। সেই রকমই রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। যা দেখতে ভিড় করছেন বহু মানুষ। আর মণ্ডপের ভিতরে সভা পাচ্ছেন দেবি5 দুর্গার অন্যতম রূপ দেবী জগদ্ধাত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: জগদ্ধাত্রী পুজোয় বটতলা উন্নয়ন কমিটির থিম সূর্য দেবতার রথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল