Purba Bardhaman News: গুজরাটে ব্রীজ ভেঙে মৃত্যু জেলার যুবকের, এলাকায় শোকের ছায়া
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রবিবার ছট পুজোর বিকেলে গুজরাটে ঝুলন্ত ব্রীজ ভেঙে এখনও পর্যন্ত মৃত্রের সংখ্যা বেড়ে হয়েছে ১৪১ জন। ব্রীজ ভেঙে মৃতের মধ্যে রয়েছেন এই রাজ্যেরই পূর্ব বর্ধমান জেলার এক যুবক হাবিবুল শেখ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকার বাসিন্দা।
#পূর্ব বর্ধমান : রবিবার ছট পুজোর বিকেলে গুজরাটে ঝুলন্ত ব্রীজ ভেঙে এখনও পর্যন্ত মৃত্রের সংখ্যা বেড়ে হয়েছে ১৪১ জন। ব্রীজ ভেঙে মৃতের মধ্যে রয়েছেন এই রাজ্যেরই পূর্ব বর্ধমান জেলার এক যুবক হাবিবুল শেখ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকার বাসিন্দা। রবিবার গভীর রাতে সেই খবর পূর্বস্থলীর কেশববাটির বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে তার পরিবার সহ গোটা এলাকায়।
সোমবার সকাল থেকেই মৃত ওই যুবকের বাড়ির সামনে বহু মানুষ ভিড় জমান। পরিবার সূত্রে জানা গেছে প্রায় ১০ মাস আগে তার এক কাকার কাছে সে সোনার কাজের জন্য গিয়েছিল। রবিবার বিকালে ছট পুজো দেখতে অন্যদের সঙ্গে সেও ওই ব্রিজের উপর যায়। তখনই ঘটে বিপত্তি। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর রবিবার রাতেই তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের বাবা মহিবুল শেখ জানিয়েছেন ছেলে সোনার কাজের জন্য গিয়েছিল, সেখানেই সে থাকত। গতকাল গভীর রাতে তারা খবর পান।
advertisement
আরও পড়ুনঃ কালী পুজো উপলক্ষে মহাভোগ, ভোগ খেলেন কয়েক হাজার মানুষ
জানা গিয়েছে, বহুদিন বাদে ছটের উপলক্ষে ছুটি পেয়ে সদ্য খোলা মোরবির ঝুলন্ত সেতুতে ঘুরতে গিয়েছিল সে। দুর্ঘটনার সময় ব্রিজের উপরেই ছিল হাবিবুল। তারপর আর তাঁর কোনও খোঁজ মিলছিল না। রবিবার গভীর রাতে উদ্ধারকারী দল তাঁর দেহ উদ্ধার করে। এদিন সকালেই খবর আসে বর্ধমানে। সূত্রের খবর, মোরবি থেকে আহমেদাবাদে আনা হচ্ছে গুজরাটে ব্রিজ বিপর্যয় (Morbi Incident) মৃত হাবিবুল শেখের দেহ। সেখান থেকে বিমানে ফেরানো হবে রাজ্যে।
advertisement
advertisement
Malobika biswas
view commentsLocation :
First Published :
October 31, 2022 6:09 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: গুজরাটে ব্রীজ ভেঙে মৃত্যু জেলার যুবকের, এলাকায় শোকের ছায়া