Purba Bardhaman News: কালী পুজো উপলক্ষে মহাভোগ, ভোগ খেলেন কয়েক হাজার মানুষ

Last Updated:

মঙ্গলকোটের পালিশ গ্রামে শ্মশান কালী পুজো উপলক্ষে মহাভোগের আয়োজন। ভোগ খেলেন প্রায় নয় হাজার জন মানুষ। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশ গ্রামে শ্মশান কালী পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই ভোগের।

+
title=

#পূর্ব বর্ধমান : মঙ্গলকোটের পালিশ গ্রামে শ্মশান কালী পুজো উপলক্ষে মহাভোগের আয়োজন। ভোগ খেলেন প্রায় নয় হাজার জন মানুষ। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশ গ্রামে শ্মশান কালী পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই ভোগের। মঙ্গলকোটের বিভিন্ন গ্রাম থেকে প্রায় নয় হাজার মানুষজন খেলেন এই মহা ভোগ। গ্রামেরই কালীতলায় এই ভোগের আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই পুজো। আর পুজোর শেষে মহাভোগের আয়োজন।
সেই রীতিনীতি মেনেই এবছরও শ্মশানকালীর মহা ভোগের আয়োজন করা হয়। বিসর্জনের আগেই হয় এই মহাভোগ, জানালেন পুজো কমিটির সদস্যরা পুজো কমিটির সদস্য, শ্যামাপ্রসন্ন লোহার বলেন, শ্মশান কালীর পুজোর নিয়ম মেনেই প্রতিবছর পালিশ গ্রামে এই শ্মশান কালী পুজো হয়ে থাকে। করোনার জেরে দীর্ঘ দু'বছর মহা ভোগের আয়োজন করা হয়নি। করোনা আবহ কাটিয়ে এবছর ফের মহা ভোগের আয়োজন করা হয়েছে। যার জেরে খুশি গ্রামের মানুষজন।
advertisement
আরও পড়ুনঃ জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
শুধু জামালপুরের পালিশ গ্রামই নয় দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন এই পূজা উপলক্ষে। ভোগখেতেও আসেন অনেকে। রীতি অনুযায়ী শ্মশান কালী ফোঁটা নেয় ভাইফোঁটার দিন । এরপর মহা ভোগ হয় তারপরই বিসর্জনের পালা। সবমিলিয়ে কালীপুজো ঘিরে থাকে গোটা গ্রাম উৎসবের আনন্দে। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতি বছরই কালী পুজোয় আসেন। ভীষণ জাগ্রত এই কালী। অনেকে মানত করেন দেবীর কাছে। শুধু পুজোর দিনগুলি নয় ভোগের দিনও মানুষ আসেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে পাত পেড়ে ভোগ খান সকলে।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: কালী পুজো উপলক্ষে মহাভোগ, ভোগ খেলেন কয়েক হাজার মানুষ
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement