Purba Bardhaman News: জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ধান জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সরোজ মালিক (৩৩)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার কানঘোসা গ্রামে। ঘটনার খবর জানাজানি হতেই এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
#পূর্ব বর্ধমান : ধান জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সরোজ মালিক (৩৩)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার কানঘোসা গ্রামে। ঘটনার খবর জানাজানি হতেই এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখায় যুবকের পরিবার পরিজন ও প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধার মুখে পড়তে হয়।
পুলিশ যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামালপুর দু নং গ্রাম পঞ্চায়েত এলাকার কানঘোষা গ্রামে সরোজের বাড়ি। সে জামালপুরে একটি কাঠগোলায় শ্রমিকের কাজ করার পাশাপাশি চাষের কাজও করতেন। বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও এক সন্তান রয়েছে। সরোজের এমন মর্মান্তিক মৃত্যু শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
এ বিষয়ে প্রতিবেশী দেবু মাঝি, বিপিন মালিকরা বলেন, ছুটি থাকায় সরোজ এদিন কাঠগোলায় কাজে যায়নি। এদিন সে মাঠে তার জমি দেখতে যায়। তার পর থেকে অনেকটা দুপুর হয়ে যাওয়ার পরও সরোজ বাড়ি না ফেরায় তাঁর বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়ে যান। গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে পরিবারের লোকজন মাঠে যান সরোজের খোঁজ করতে। তখন তারা দেখেন মাঠে ছিঁড়ে পড়ে থাকা সাবমার্শিবল লাইনের বিদ্যৎবাহী তারে জড়ানো অবস্থায় সরোজের মৃতদেহ পড়ে রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ডাম্পারের ধাক্কা মোটর সাইকেলে! মৃত এক
তাঁদের কথায় সরোজ ছিল পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। তার এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবারটি অথৈ জলে পড়ে গেল। বিদ্যুৎ দফতর ও প্রশাসন পরিবারটির জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করুক এটাই তারা চান। বিদ্যুৎ দফতরে (ডাব্লুবিএসিডিসিল) জামালপুরের ষ্টেশন ম্যানেজার মৃগাঙ্ক মান্না বলেন, মাঠে বিদ্যুৎতের তার ছিঁড়ে পড়ে থাকার বিষয়ে কেউ আমাদের অফিসে জানায়নি। অনভিপ্রেত ভাবেই এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হবে।
advertisement
Malobika biswas
Location :
First Published :
October 29, 2022 6:23 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের