Purba Bardhaman News: এক মাস ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আউশগ্রামে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মরহুম হালিম ও হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হল গেড়াই ফুটবল ময়দানে। এদিনের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বোলপুর লোকসভার সংসদ অসিত মাল, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
#পূর্ব বর্ধমান : মরহুম হালিম ও হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হল গেড়াই ফুটবল ময়দানে। এদিনের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বোলপুর লোকসভার সংসদ অসিত মাল, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয় দাতা আব্দুল লালন তার মা ও বাবার স্মৃতির উদ্দেশে প্রতি বছরের ন্যায় এবছরও নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকেন।
এবছর ৫০ তম বর্ষে পদার্পণ করল এই খেলা। এই খেলায় ফাইনালে জয়ী দলকে ১ লক্ষ ১ টাকা ও পরাজিত দলকে ৬ হাজার ৬ টাকা পুরস্কার ও ট্রফি দেওয়া হবে। বর্ধমান জেলার পাশাপাশি আশপাশের জেলার ১৬ টি দল এই খেলায় অংশগ্রহণ করবে। এলাকার কচিকাঁচাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন খেলা দেখতে আশপাশের বহু ক্রীড়াপ্রেমী মানুষ হাজির ছিলেন। ড্রোন ক্যামেরায় নজরদারি ছিল খেলার মাঠে।
advertisement
আরও পড়ুনঃ গুজরাটে ব্রীজ ভেঙে মৃত্যু জেলার যুবকের, এলাকায় শোকের ছায়া
এদিন উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বিনোদিনী রাইস মিল ও হেদগড়া দুর্গামাতা একাদশ। ৫-০ গোলে জয়ী হয় বিনোদিনী রাইস মিল। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিবছরই এই খেলার আয়োজন করা হয়। এবছরও হয়েছে। এক মাস ধরে এই খেলা চলায় ফুটবল প্রেমীরা খুব উৎসাহিত থাকে। নতুন প্রজন্ম যারা ফুটবল খেলতে শুরু করেছে তাদের জন্য এই খেলা যথেষ্ট আকর্ষণীয়। আজকাল ছেলেমেয়েরা খেলা ধুলা করতে ভুলেই গেছে। আজকাল আর কাওকে মাঠে দেখা যায়। তবে এই নকআউট খেলা অনুষ্ঠিত হওয়ায় অন্তত কচিকাঁচারা মাঠমুখি হবে কদিনের।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
November 01, 2022 2:58 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: এক মাস ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আউশগ্রামে