বিডিও অমিত কুমার সাউ ছাত্র-ছাত্রীদের বলেন, খুব তাড়াতাড়ি স্কুল যাওয়ার জন্য বাঁধের রাস্তাটি মেরামত করা হবে। বিডিও আশ্বাস দেওয়ার পর রাস্তা অবরোধ উঠে যায়।। দীর্ঘক্ষন এই অবরোধের জেরে কাটোয়া-কেতুগ্রাম রাস্তায় যানজট তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুনঃ একাধিক জায়গায় বৃষ্টি, অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই জেলাবাসীর!
advertisement
কেতুগ্রাম দু নং এর বিডিও অমিতকুমার সাউ চরখি থেকে বিল্বেশ্বর স্কুল পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা হেঁটে পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দারা জানান, কেতুগ্রাম দু নং ব্লকের বিল্বেশ্বর পঞ্চায়েতের চরখি গ্রাম থেকে বিল্বেশ্বর পর্যন্ত যাওয়ার মূল রাস্তা অজয় নদের বাঁধ। গত বছর বন্যায় ওই বাঁধ ভেঙে যায়।
আরও পড়ুনঃ ১৩ দফা দাবিতে বিএমওএইচের দফতরে আশাকর্মীরা
পরে সেটি সংস্কার করে সেচ দফতর। কিন্তু বাঁধের উপরের রাস্তা সংস্কার করা হয়নি বলে অভিযোগ। বর্ষায় মাটির রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। দুর্ঘটনার ঘটছে প্রায়ই। ফলে অবিলম্বে রাস্তা মেরামত করার উদ্যোগ নিক প্রশাসন।
Malobika Biswas