Purba Bardhaman: একাধিক জায়গায় বৃষ্টি, অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই জেলাবাসীর!

Last Updated:

প্রতিদিন সকালে সম্ভাবনার ইঙ্গিত দিয়ে শ্রাবণ মাসটাও বৃষ্টি শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছিল। একরাশ হতাশা যখন ধীরে ধীরে চাষীসহ জেলা কৃষি দফতরের অধিকর্তাদের গ্রাস করছিল।

+
title=

#পূর্ব বর্ধমান : প্রতিদিন সকালে সম্ভাবনার ইঙ্গিত দিয়ে শ্রাবণ মাসটাও বৃষ্টি শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছিল। একরাশ হতাশা যখন ধীরে ধীরে চাষীসহ জেলা কৃষি দফতরের অধিকর্তাদের গ্রাস করছিল। ঠিক তখনই হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভিজল জেলার একাধিক জায়গা। আগষ্ট মাসের প্রথম দিন থেকেই জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আজ আগষ্ট মাসের চার তারিখ এই চার দিন জেলার একাধিক জায়গায় হয়েছে বৃষ্টি। এই বৃষ্টিতে যথেষ্ট স্বস্তি পেয়েছন সাধারণ মানুষসহ পশুপাখিরা ও। খুশি চাষীরাও। গত কদিন ধরে শহর বর্ধমানে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী ছিল এবং আদ্রতার জেরে অস্বস্তি কর পরিস্থিতিতে পৌঁছেছিল সাধারণ মানুষ। তাই এই বৃষ্টিতে যথেষ্ট উপকৃত সাধারণ মানুষ। তবে একই গতিতে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার ফলে বহু জায়গায় চাষের জমির আলের ক্ষতি হয়েছে।
ধানের চারা রোপণ করতে যাওয়া কৃষকরা জমি থেকে উঠে আসতে বাধ্য হয়। ধানের চারা পড়ে থাকে মাঠে। মাঠের ধারে থাকা কৃষিজমি ও পুকুর মিলেমিশে একাকার হয়ে যায়। তবে এসবের পরও বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি পেয়েছেন চাষীরা। স্বস্তি পেয়েছে কৃষি দফতর।
advertisement
advertisement
স্থানীয় কৌস্তব আহম্মেদ বা রাকেশরা বলেন, পুরো জুলাই মাসটা খরা ছিল, বৃষ্টি হওয়ায় সত্যি খুব উপকার হল। চাষবাসের যেমন সুবিধা হল তেমনই সাধারণ মানুষেরও একটু স্বস্তি মিলল। প্রচন্ড গরমে হাসফাঁস করছেন সকলেই।
আরও পড়ুনঃ এবার কার্জন গেটে মহারাজা বিজয় চাঁদ মাহতাব ও তাঁর স্ত্রীর মূর্তি
তাই এভাবে একদিন না, টানা বেশ কয়েকদিন যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো হয়। এখনও যা সময় বাকি রয়েছে বর্ষার তাতে কয়েকটা এরকম ভারি বৃষ্টি হলে চাষের ক্ষতি কিছুটা হলেও মেটানো সম্ভব বলে মনে করছেন জেলার কৃষিজীবীরা।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: একাধিক জায়গায় বৃষ্টি, অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই জেলাবাসীর!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement