পূর্ব বর্ধমান জেলাতেও আজ সকালে একই চিত্র ধরা পড়েছে, সকাল থেকেই বাস, ট্রেনে করে প্রচুর কর্মী সমর্থকরা বেড়িয়ে পড়েছেন। সেরকমই দলের নেতা, কর্মী-সমর্থক সহ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে-ও এদিন দেখা গেল সমুদ্রগড় স্টেশন থেকে দলের কর্মী সমর্থকদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিতে।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ধর্মতলায় শহিদ স্মরণে জনসভার যে ডাক দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার একুশে জুলাই মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর কর্মী সমর্থকদের নিয়ে, পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় স্টেশন থেকে ট্রেনে করে ধর্মতলায় শহিদ স্মরণে জনসভায় যোগ দেওয়ার উদ্দেশে রওনা দিলেন। এদিন স্বপন দেবনাথকে দেখা যায় দলের পতাকা হাতে নিয়ে ট্রেনের একটি কামরার সামনে দাঁড়িয়ে থাকতে।
প্রত্যেক কর্মী সমর্থকরা ঠিকমতো ট্রেনে উঠছেন কি না তা, তিনি নিজে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করেন। মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে রওনা দেওয়া কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা উত্তেজনা ছিল চরমে। অবশেষে ট্রেন ছাড়লে বন্দে মাতরম স্লোগান দিতে দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে।