Mamata Banerjee: ভোজালি নিয়ে মমতার বাড়ির কাছে! মানসিক রোগ, নাকি অন্য কিছু? ভয়ানক কথা জানালেন ধৃতের স্ত্রী
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
তবে, নূর আমিনের স্ত্রী পুনমের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন তিনি৷ তঁর চিকিৎসাও চলছে৷ নিয়মিত ওষুধ খান৷ নূর আমিনের স্ত্রীয়ের দাবি, তাঁর স্বামী বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত৷ এছাড়াও, তাঁর ডায়াবেটিসের সমস্যাও রয়েছে৷
কলকাতা: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ ঘিরে এমনিই সরগরম কালীঘাট তথা গোটা কলকাতা৷ রাজধানীজুড়েই কড়া পুলিশি নিরাপত্তা৷ সুরক্ষার কড়া বেষ্টনী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন কালীঘাট অঞ্চলেও৷ আর সেখানেই সকাল সকাল পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো পুলিশ৷ যা নিয়ে আলাদা করে উত্তেজনা ছড়াল একুশের কলকাতায়৷ একেবারে স্যুটেড-বুটেড৷ চোখে সানগ্লাস৷ কালো গাড়িতে সওয়ার৷ সঙ্গে আইবি থেকে শুরু করে বিএসএফ-এর মতো সংস্থার একাধিক (ভুয়ো) আইডি কার্ড৷ ইনি কে?
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম শেখ নূর আমিন৷ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কালীঘাটের চার মাথার মোড়ে সন্দেহজনক একটি কালো গাড়ি আটক করেন পুলিশকর্মীরা৷ সেই গাড়িতেই সওয়ার ছিলেন তিনি৷ কালো কোট, সাদা শার্ট পরা ব্যক্তির কাছে আইবি-র ভুয়ো আইডি কার্ড দেখেই প্রথমে সন্দেহ হয় পুলিশের৷ তারপরেই শুরু হয় গাড়িতে তল্লাশি৷ একে একে বের হয় ভোজালি, আগ্নেয়াস্ত্র, মাদক৷ মেলে বিভিন্ন এজেন্সির ভুয়ো আইডি কার্ড৷ গ্রেফতার হয় শেখ নূর আমিন৷
advertisement
পুলিশ সূত্রের খবর, এই শেখ নূর আমিন নামের ওই ব্যক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বালিচক থানার চণ্ডীপুর গ্রামে৷ তবে থাকতেন মেদিনীপুর টাউনে শ্বশুরবাড়িতে৷ উত্তর পঞ্চান্ন গ্রামে তাঁর ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসাও রয়েছে৷ বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও ন’বছরের দুই সন্তান৷
advertisement
আরও পড়ুন: ‘আর কতদিন বেটি জ্বলবে?’, একুশের মঞ্চ থেকে মণিপুর নিয়ে সুর চড়ালেন মমতা, টার্গেট মোদি
নূর আমিনের স্ত্রী পুনমের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন তাঁর স্বামী৷ তাঁর চিকিৎসাও চলছে৷ নিয়মিত ওষুধ খাচ্ছেন৷ তবে চিকিৎসক দেখানোর পর থেকেই তাঁর সমস্যা বেড়েছে৷ নূর আমিনের স্ত্রীয়ের দাবি, তাঁর স্বামী বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত৷ এছাড়া, তাঁর ডায়াবেটিসের সমস্যাও রয়েছে৷
advertisement
এদিন এপ্রসঙ্গে পুনমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘কী হয়েছে স্পষ্ট জানি না৷ সকালেই ওঁর সঙ্গে কথা হয়েছে৷ কাল রাতে বাড়ি ফেরার কথা ছিল৷ আজ মমতার মিছিল ছিল৷ বলেছিলেন সেখানে যাবেন৷ উনি মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত, সেখান থেকেই আমন্ত্রিত ছিলেন৷’’
জানা গিয়েছে, শেখ আমিনের গাড়িতে অশোকস্তম্ভের চিহ্ন ছিল, সঙ্গে পুলিশ লেখা স্টিকারও বাইকে-গাড়িতে ব্যবহার করতেন তিনি৷
advertisement
আরও পড়ুন: সঙ্গে ভোজালি-মাদক! মমতার বাড়ির সামনে ভুয়ো পুলিশ, মিলল একগুচ্ছ ভুয়ো আইকার্ড, তুমুল শোরগোল
আমিনের স্ত্রীয়ের দাবি, গত ১৪ জুন কলকাতায় এক চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে যাওয়া হয়। পুনমের বক্তব্য, চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরেও তাঁর স্বামীর সমস্যা কিছুটা বেড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসককে তিনি জানিয়েছেন বলেও দাবি করেছেন আমিনের স্ত্রী। আমিনের ন’বছরের দু’টি সন্তানও আছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jul 21, 2023 2:54 PM IST










