Mamata Banerjee: ‘এখানে একটা কাক কাঁদলেও..কমিশন!’, পঞ্চায়েতে হিংসা নিয়ে ঘুরিয়ে কেন্দ্রকেই নিশানা, কী বললেন মমতা?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ইতিমধ্যেই জাতীয় স্তরে তৈরি হয়েছে বিজেপি বিরোধী জোট৷ নাম ইন্ডিয়া৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হয়ত সেই কথা মাথায় রেখেই একুশের মঞ্চে মমতার মুখে বাম-কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আজ ছিল বড়ই ফিকে৷
কলকাতা: একুশের মঞ্চের বক্তৃতার শুরু থেকে শেষ পর্যন্ত মমতার কথায় ঘুরে ফিরে এসেছে মণিপুর প্রসঙ্গ৷ আর অবধারিত ভাবেই তা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী৷ এমনকি, পঞ্চায়েতে হিংসার অভিযোগের উত্তরেও মমতার প্রত্যুত্তর সে-ই মণিপুর৷
এদিন পঞ্চায়েতের হিংসা প্রসঙ্গে মমতা বলেন, ‘‘গন্ডগোল হয়েছে তিন জায়গায়। ভাঙড়ে…ইসলামপুর বা চোপড়ায়। ডোমকলে করেছে৷ আর কোচবিহারে হয়েছে। কোনও মৃত্যুকে সমর্থন করি না। সব কেসে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানেও দেখবেন কাল, পরশু আবার ইডি, সিবিআই শুরু করবে৷ একটা কাক কাঁদলেও কমিশন! জেনে শুনেই লড়াইয়ে নেমেছি। এরা হয় আমাকে জেলে পুরবে না হয় আপনাকে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে শেষ করা যাবে না।’’
advertisement
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে মমতার প্রশ্ন, ‘‘বারবার বাংলার দিকে আঙুল তোলেন কেন?’’
advertisement
আরও পড়ুন: ভোজালি নিয়ে মমতার বাড়ির কাছে! মানসিক রোগ, নাকি অন্য কিছু? ভয়ানক কথা জানালেন ধৃতের স্ত্রী
ইতিমধ্যেই জাতীয় স্তরে তৈরি হয়েছে বিজেপি বিরোধী জোট৷ নাম ইন্ডিয়া৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হয়ত সেই কথা মাথায় রেখেই একুশের মঞ্চে মমতার মুখে বাম-কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আজ ছিল বড়ই ফিকে৷
advertisement
পঞ্চায়েত ভোটে হিংসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে একবার তোলেন বাম জমানার প্রসঙ্গ৷ কংগ্রেসের কথা তাঁর মুখে শোনা যায়নি একবারও৷ এদিন মমতা বলেন, ‘‘বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে ২০০৩ সালে পঞ্চায়েত ভোট চলাকালীন ৮৯ জন খুন হয়েছিল৷ ২০০৮ সালে শুধু নির্বাচনের দিন ৩৯ জনের মৃত্যু হয়৷ রাজনৈতিক পঞ্চায়েত তো আমরা তৈরি করিনি৷ সিপিএম আমল থেকে তৈরি হওয়া, সেটা আমরা বহন করে চলেছি৷ এবার ভোটের দিন ১৫ জন মারা গিয়েছেন৷ তার আগে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়া থেকে আজ পর্যন্ত ২৯ জন মারা গিয়েছেন৷ এর মধ্যে ১৮ জনই তৃণমূলের৷’’
advertisement
আরও পড়ুন: সাংসদ পদ কি ফিরে পাবেন রাহুল? ‘মোদি’ মামলায় গুজরাত সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
এরপরেই বিজেপির উদ্দেশে মমতার প্রশ্ন, ‘‘তৃণমূল কংগ্রেসই তৃণমূলকে খুন করবে? ৭১ হাজার বুথে ইলেকশন হল তিন জায়গায় গন্ডগোল হয়েছে৷ সিপিএম বিজেপির তিন জন করে খুন হয়েছেন৷ বাদ বাকি অন্যান্য দলের৷তবু আমরা প্রত্যেককে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং পুলিশে স্পেশ্যাল হোমগার্ডের চাকরি দেব৷’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 21, 2023 4:55 PM IST