এই প্রসঙ্গে স্থানীয়রা বলেছেন, প্রবল ঝড় জলের কারণে ব্যাপক ভাবে এই ক্ষতি আমাদের হয়েছে। এর আগেও একবার আমাদের এরকম ক্ষতি হয়েছিল, তাও আমরা ক্ষতিপূরণ পাইনি। বড় বড় গাছ পড়ে গিয়েছে, ঘরের ছাউনি উড়ে গিয়েছে, আমরা চাই, সরকার থেকে আমাদের সাহায্য করা হয়।
আরও পড়ুন: ছাগল হত্যা করে রক্ত নিয়ে এ কী কাণ্ড! ‘আরআরআর’ তারকা জুনিয়র এনটিআর-এর নয় ভক্ত আটক
advertisement
প্রবল ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয় শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের কালুই-সহ বেশ কিছু গ্রাম। এদিন ঝড়ের কবলে পড়ে এই গ্রামে উড়ে যায় বেশ কিছু ঘরের ছাউনি। ধসে পড়ে মাটির দেওয়াল। যার জেরে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। গ্রামবাসীদের বর্ণনা অনুযায়ী, কোনওক্রমে প্রাণে রক্ষা পান তাঁরা।
বিকেলের পর থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঝড়ের কারণে রাস্তায় প্রচুর পরিমাণে গাছও উল্টে যায়। স্থানীয় মানুষজন রাত থেকেই সেই সব গাছ কাটার কাজে লেগে পড়েন। সব মিলিয়ে ঝড় জলের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে গ্রামবাসীরা।