TRENDING:

East Bardhaman News: তীব্র গরমেও তালপাতার হাতপাখার বিক্রি তলানিতে, শেষের মুখে বাংলার পুরনো শিল্প

Last Updated:

বর্তমানে একেকটি তালপাতার পাখা তৈরি করতে খরচ পড়ে ৫ থেকে ৭ টাকা। যেটা বাজারে বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকায়। কিন্তু আজকাল আর বিশেষ খদ্দের পাওয়া যায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: এবার গ্রীষ্মের শুরুতেই বাংলাজুড়ে তাপপ্রবাহ শুরু হয়েছে। মাঝে দু'দিন আবহাওয়া একটু মনোরম হলেও ফের তাপমাত্রা চড়তে শুরু করেছে। এই অস্বাভাবিক গরমে নাজেহাল বাংলার মানুষ। প্রবল গরম থেকে বাঁচতে এসি, ফ্রিজের দোকানে দোকানে ভিড় করছে বাঙালি। যাদের সাধ্য কম তারা আবার মাটির মটকা বা কুঁজো কিনে পানীয় জল ঠান্ডা রাখার ব্যবস্থা করছেন। কিন্তু এত আয়োজনের মধ্যেও যেন উপেক্ষিত পরিচিত তালপাতার হাতপাখা। এই তীব্র গরমেও তার তেমন চাহিদা নেই।
advertisement

অথচ এক সময় বাংলার গ্রাম থেকে শুরু করে শহর সর্বত্র গরম থেকে নিস্তার পেতে এই তালপাতার পাখাই ছিল ভরসা স্থল। এমনকি বিদ্যুৎ চলে আসার পরও যখন গ্রীষ্মকালের সন্ধ্যেয় ঘন ঘন লোডশেডিং হতো তখন এই তালপাতার পাখা দিয়েই ছোট ছোট ছেলেমেয়েদের হাওয়া করতেন মা-দিদারা। কিন্তু সেই ছবি আজ বেশ খানিকটা ফিকে হয়ে গেছে। এখন গ্রামে গ্রামেও বিদ্যুৎ সংযোগ পৌঁছে গিয়েছে। তার উপর আগের মত আর ঘনঘন লোডশেডিং হয় না। সর্বোপরি প্লাস্টিকের মজবুত হাতপাখা এসে যাওয়ায় এক ধাক্কায় কদর কমে গিয়েছে তালপাতার হাতপাখার।

advertisement

আরও পড়ুন: সতীঘাট ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে মানবিক দৃশ্যের সাক্ষী থাকল সকলে

চাহিদা কমে যাওয়ায় মাথায় হাত তালপাতার হাতপাখা তৈরির কারিগরদের। মুশকিল হচ্ছে তালপাতার হাতপাখা কেবলমাত্র গরম থেকে বাঁচার একটা উপায় নয়, এটি একটি শিল্প। গ্রাম বাংলার প্রাচীন শিল্প। আধুনিকতার ছোঁয়ায় সেই শিল্প আজ বিলুপ্তপ্রায়। কিন্তু এই শিল্পের শিল্পীরা আজ কেমন আছেন?

advertisement

View More

এই নিয়ে কাটোয়ার এক হাতপাখা শিল্পীর সঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল, শীতকালজুড়ে এমনিতেই তাঁদের কাজ বন্ধ থাকে। মূলত গরমের সময়টাই এই তালপাতার হাতপাখার কারবার হয়। কিন্তু এখন চাহিদা একেবারে তলানিতে গিয়ে ঠেকায় বর্তমানে গ্রীষ্মকালেও তাঁরা অনেক দিন পাখা তৈরি করেন না। কারণ আগে তৈরি করা পাখা বিক্রি না হয়ে জমে থাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-১ নম্বর ব্লকের বাঘটোনা গ্রামের মধ্যে আছে থান্ডার পাড়া। এই থান্ডার পাড়ার প্রায় সকল পরিবার‌ই তালপাতার হাতপাখা তৈরি করে। তাঁরাই জানালেন, বর্তমানে একেকটি তালপাতার পাখা তৈরি করতে খরচ পড়ে ৫ থেকে ৭ টাকা। যেটা বাজারে বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকায়। কিন্তু আজকাল আর বিশেষ খদ্দের পাওয়া যায় না। যারা হাতপাখা কেনে তাঁরাও বেশির ভাগ প্লাস্টিকের তৈরি চাইনিজ পাখার দিকে ঝুকেঊ পড়েন। তার দামও তুলনায় কম। সব মিলিয়ে গভীর সঙ্কটে তালপাতার হাতপাখা তৈরির শিল্প। আর কতদিন এই পাখা তৈরি হবে তা নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: তীব্র গরমেও তালপাতার হাতপাখার বিক্রি তলানিতে, শেষের মুখে বাংলার পুরনো শিল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল