Bankura News: সতীঘাট ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে মানবিক দৃশ্যের সাক্ষী থাকল সকলে

Last Updated:

সতীঘাট ব্রিজের কাজ চলায় এতদিন প্রায় তিন কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছিল সাধারণ মানুষকে। দিনের পর দিন চলছিল চরম ভোগান্তি।

+
title=

বাঁকুড়া: চলছিল বহু প্রতীক্ষিত সতীঘাট ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান। জেলাশাসক সহ জেলার বহু বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ করে অসুস্থ রোগীকে নিয়ে এসে হাজির অ্যাম্বুলেন্স। আর তাই দেখে এগিয়ে এসে রাস্তা ফাঁকা করে দিলেন খোদ জেলাশাসক।
সতীঘাট ব্রিজের কাজ চলায় এতদিন প্রায় তিন কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছিল সাধারণ মানুষকে। দিনের পর দিন চলছিল চরম ভোগান্তি। বিকল্প রাস্তা হিসেবে হাড় কঙ্কাল বেরোনো কাঠের ব্রিজের উপর দিয়ে চলছিল নিত্য পারাপার। তবে অবশেষে সেই দুর্ভোগ ঘুচিয়ে উদ্বোধন হল গন্ধেশ্বরী নদীর উপর সতীঘাট ব্রিজের। খরচ হল ১৭ কোটি টাকা। আর ঘুরে ঘুরে নয়, এবার সোজাসুজি ব্রিজের উপর দিয়ে এক নিমেষ এই রাস্তা পারাপার করতে পারবে সাধারণ মানুষ। বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়ালি এই ব্রিজের উদ্বোধন করেন।
advertisement
advertisement
বিকেলে এই উদ্বোধন উপলক্ষে স্থানীয় স্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক সহ বহু বিশিষ্টজন। সেই সময় দেদার ভিড় জমেছিল মঞ্চের সামনে। ২০১৮ সালে এই ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছিল। এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে নতুন করে তৈরি হওয়া সতীঘাট ব্রিজের উদ্বোধন করা হয়। এই ব্রিজ চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাঁকুড়ার মানুষ।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: সতীঘাট ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে মানবিক দৃশ্যের সাক্ষী থাকল সকলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement