South 24 Parganas News: লিজ দেওয়া বন্ধ করে চাষিরা নিজেরা চাষ করতেই লিচুর ব্যাপক ফলন জয়নগরে

Last Updated:

পদ্মেরহাট রমাকান্ত বাটির হাজার হাজার পরিবার নিজস্ব জমিতে লিচু চাষ করে সচ্ছল হয়ে উঠেছে। এই এলাকায় প্রচুর পরিমাণে লিচু চাষ হয়। জায়গাটি লিচু এলাকা নামেই পরিচিত হয়ে গেছে।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: গাছ লিজ দেওয়া বন্ধ করে এখন নিজেরাই লিচু চাষ করে মুনাফার মুখ দেখছে পদ্মেরহাটের চাষিরা। জায়গাটা জয়নগরের মধ্যে পড়ে। এখানকার লিচু বাগানের মালিকরা কিছু বছর আগেও পালাদারদের লিচু গাছ লিজ দিয়ে দিতেন। কিন্তু বর্তমানে নিজেরাই লিচু চাষ করে অতিরিক্ত আয়ের মুখ দেখছেন।
পদ্মেরহাট রমাকান্ত বাটির হাজার হাজার পরিবার নিজস্ব জমিতে লিচু চাষ করে সচ্ছল হয়ে উঠছে। এই এলাকায় প্রচুর পরিমাণে লিচু চাষ হয়। জায়গাটি লিচু এলাকা নামেই পরিচিত হয়ে গেছে। সাধারণত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পেয়ারার খ্যাতির কথা সকলেই জানেন। কিন্তু জয়নগরের পদ্মেরহাটে যেভাবে রাস্তার দু'ধারজুড়ে সার সার লিচুবাগান গড়ে উঠেছে তাতে এই জেলা লিচু চাষেও দ্রুত খ্যাতির শিখরে উঠে এসেছে।
advertisement
advertisement
বর্তমানে এই এলাকার লিচু রাজ্যের বাইরেও রফতানি হচ্ছে। ফলে এখানকার লিচু চাষিদের আয়‌ও বেড়েছে। আর কয়েকদিন পরই এখানকার লিচু গাড়ি ভর্তি হয়ে পাড়ি দেবে শহর কলকাতার উদ্দেশ্যে। পাশাপাশি দেশের অন্যন্য রাজ্যেও রফতানি হবে। এমনকি বিদেশেও রফতানি হচ্ছে এই লিচু। আর পুরোটাই হয়েছে লিচু গাছ লিজ দেওয়া বন্ধ করে স্থানীয় চাষিরা নিজেরাই চাষ করায়। ফলে দ্রুত জয়নগরের এই এলাকার অর্থনীতি বদলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাতে হাসি ফুটেছে চাষিদের মুখে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: লিজ দেওয়া বন্ধ করে চাষিরা নিজেরা চাষ করতেই লিচুর ব্যাপক ফলন জয়নগরে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement