Dakshin Dinajpur News: ক্লাসে সাপ ঘুরে বেড়ায়, টিনের চাল থেকে টপে পড়ে জল! বেহাল দশা প্রাথমিক স্কুলের
- Published by:Ananya Chakraborty
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
১৯৮৯ সালে এই স্কুলটিতে পঠন পাঠন শুরু হয়। কিন্তু তিন দশকেও পাকা ছাদ হল না, আজও মাথার উপর টিনের ছাউনি।
দক্ষিণ দিনাজপুর: স্কুলে ঢুকে পড়ছে বিষধর সাপ। বৃষ্টি হলেই ফুটো টিনের চাল দিয়ে জল পড়ছে ক্লাসরুমে। এদিকে বৃষ্টির জমা জলে থই থই করছে ক্লাসরুমের মেঝে। গরমে ক্লাসরুমের টিনের চাল থেকে মারাত্মক তাপ নেমে অসুস্থ হয়ে পড়ছে ছোট ছোট ছেলেমেয়েরা। এমনই বেহাল দশা বালুরঘাট শহর লাগোয়া খিদিরপুরের শান্তিময় ঘোষ স্মৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের।
বালুরঘাট শহরের সীমানা বরাবর প্রাথমিক স্কুলটি অবস্থিত। ১৯৮৯ সালে এই স্কুলটিতে পঠন পাঠন শুরু হয়। কিন্তু তিন দশকেও পাকা ছাদ হল না, আজও মাথার উপর টিনের ছাউনি। স্কুল বিল্ডিংয়ের দেওয়ালের একেবারে জরাজীর্ণ দশা। একটি মাত্র ঘরেই সব শ্রেণির পঠন-পাঠন চলে। স্থানীয়দের দাবি, স্কুলের এই বেহাল পরিকাঠামোর কারণে পড়ুয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে মাত্র ২৫ জন পড়ুয়া আছে। ২ জন শিক্ষিকা আছেন।
advertisement
advertisement
অভিযোগ, দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুরের এই প্রাথমিক স্কুলটির সংস্কার করা হয়নি। জেলার অধিকাংশ স্কুলের ছাদ পাকা হলেও এখানে নজর দেয়নি প্রশাসন। তাই ঝড়-বৃষ্টির মরশুমে ক্লাস চালানো অসম্ভব হয়ে ওঠে। এই পরিস্থিতিতে স্কুলে অভিভাবক সন্তানদের পাঠিয়ে চিন্তায় থাকেন অভিভাবকরা। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বলেন, কিছু স্কুল খারাপ আছে। সেই রিপোর্ট আমার কাছে এসেছে। স্কুলগুলির কেন সংস্কার হচ্ছে না তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 4:51 PM IST