পৌরসভার ময়লা ফেলার গাড়িটি বহুদিন ধরে পড়ে আছে এখানে, তার উপরে আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে মানুষ এবং সেই আবর্জনা রাস্তার উপরে গিয়ে পড়ছে, ভ্রুক্ষেপ নেই কারও । এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেকেই নাক মুখ ডাকছেন দুর্গন্ধে এবং আবর্জনা পড়ে থাকায় রাস্তাটি আরো সংকীর্ণ হয়ে ছোট বড় দুর্ঘটনা হামেশাই ঘটছে।
advertisement
আরও পড়ুনঃ উৎকর্ষ বাংলায় ট্রেনিং প্রাপক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সংবর্ধনা
স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পথচলতি মানুষ দাবি করছেন বা আবেদন করছেন অবিলম্বে এই ময়লার গাড়িটি সরিয়ে ফেলা হোক। তাই কবে এই ময়লার গাড়িটি সরানো হয় কবেই বা আবর্জনা পরিষ্কার হয় পৌরসভার তরফে সে দিকেই তাকিয়ে এখন স্থানীয়রা।
আরও পড়ুনঃ ক্যাম্প বা ভ্যান নয় এবার বাড়িতেই দুয়ারে সরকার
যদিও পৌরসভার তরফে জানানো হয়েছে, শহর পরিষ্কার করার কাজ চলছে । ফলে খুব তাড়াতাড়ি শহরের সমস্ত এলাকা জঞ্জাল মুক্ত হবে । এক মাসের মধ্যে শহরের সমস্ত আবর্জনা পরিষ্কার হয়ে যাবে।
Malobika Biswas