TRENDING:

East Bardhaman News: আপাতত বন্যা নয়, তবে ফের দামোদরের জল বাড়লে আশঙ্কা থাকছে

Last Updated:

বৃষ্টি থামায় এক্ষুণি বন্যার আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। তবে আবার দামোদরের জল বাড়লে বিপদ হতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: জোড়া নিম্নচাপ এবং তার জেরে গত ক’দিনের টানা বৃষ্টিতে কার্যত জল থই থই অবস্থা হয়েছিল রাজ্যের। শুক্রবার থেকেই বৃষ্টি কমেছিল। শনিবার সকাল থেকে নিম্নচাপ সরে গিয়ে ঝলমলে রোদ উঠেছে। যদিও নদী পাড়ের বাসিন্দাদের মন থেকে কাটছে না দুশ্চিন্তার মেঘ। টানা বৃষ্টির জেরে একাধিক ব্যারেজের জলস্তর বিপদসীমার উপর উঠে গিয়েছিল। ফলে ডিভিসি তাদের ব্যারেজগুলো থেকে লাগাতার জল ছাড়ে। যার প্রভাবে রাজ্যের নিম্ন দামোদর অববাহিকার বউ এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দেয়।
advertisement

আরও পড়ুন: পেটে খিদে নিয়েই পাঞ্জা লড়ে এল বিরাট সাফল্য! যুবকের কীর্তি শুনলে অবাক হবেন

নদীগুরোর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর তাই বৃষ্টি থামলেও চিন্তা পুরোপুরি দূর হয়নি নদীর পাড়ে বসবাসকারী মানুষদের। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহর লাগোয়া সদরঘাট এলাকায় খানিকটা বেড়েছে দামোদরের জলস্তর। ফলে নিম্ন অববাহিকায় বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও এখনই সেই ভয় নেই বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। এই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জেলায় ভয়ের কোনও কারণ নেই। বেশী বৃষ্টি হলে বা নদীতে জল বাড়লে আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি। ইতিমধ্যেই বিডিও, এসডিওদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তবে কংসাবতী জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়লে রায়না-২ ব্লক প্লাবিত হবে।

advertisement

View More

পূর্ব বর্ধমানের পাশাপাশি ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে হুগলির গোঘাট, হাওড়ার উলুবেড়িয়া ও উদয়নারায়ণপুরেও। তবে এই মুহূর্তে তার কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। কারণ এই সব কিছুই নির্ভর করছে দামোদরের উচ্চ অববাহিকায় বৃষ্টিপাতের উপরে। তবে অধিক বৃষ্টিপাত বা জলাধারগুলি জল ছাড়লে নতুন করে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির ঘর ভেঙেছিল বৃষ্টিতে, নতুন ঘর বানাতে মোটা টাকা পেল ১৯ পরিবার! পাশে সরকার
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: আপাতত বন্যা নয়, তবে ফের দামোদরের জল বাড়লে আশঙ্কা থাকছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল