West Medinipur News: পেটে খিদে নিয়েই পাঞ্জা লড়ে এল বিরাট সাফল্য! যুবকের কীর্তি শুনলে অবাক হবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
সংসারের আর্থিক অনটন স্বপ্নটাকে দমিয়ে দিতে পারেনি। পেটে খিদে নিয়ে রাজ্য স্তরের আর্ম রেসলিং প্রতিযোগিতায় দ্বিতীয় হল দাঁতনের সৌরভ
পশ্চিম মেদিনীপুর: ত্রিপল চাপানো একচালা কুঁড়ে ঘর। বৃষ্টি হলেই জল পড়ে ঘরের মধ্যে। দু’বেলা জোটে পেটভরা খাবার। তবু মনের জোর ও জেদকে সম্বল করে রাজ্য স্তরে পাঞ্জা লড়াইয়ে (আর্ম রেসলিং) দ্বিতীয় হল দাঁতনের সৌরভ দাস। দ্বাদশ শ্রেণির ছাত্র সৌরভের এই খেলায় পুষ্টিকর খাবার দাবার এবং গায়ে জোর অত্যন্ত জরুরি। কিন্তু আর্থিক অভাবে পুষ্টিকর খাবার প্রায় জোটে না বলতে গেলে।
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আয়োজিত হয়েছিল আর্ম রেসলিং প্রতিযোগিতা। সেখানে অংশ নিয়ে দ্বিতীয় হয় দাঁতনের সৌরভ। সামাজিক মাধ্যমে আর্ম রেসলিং বা পাঞ্জা লড়াই দেখে এই খেলার প্রতি উৎসাহ তৈরি হয়েছিল সৌরভের। তবে সামান্য দিন আনি দিন খাওয়া পরিবার থেকে উঠে এসে এতদূর পৌঁছনো সহজসাধ্য ছিল না সৌরভের।
advertisement
advertisement
সৌরভের বাবা রাজেশ দাসের দাঁতনের সরাইবাজারে লাইট, ঘড়ি সারানোর দোকান আছে। সেখান থেকে যে কটা টাকা রোজগার হয় তা দিয়েই চলে সংসার। অভাবে সংসার সৌরভের ইচ্ছেকে দমিয়ে দিতে পারেনি। নিজেকে প্রস্তুত করার জন্য বাড়ির পাশে একটি জিমেও ভর্তি হয় সে। কঠোর পরিশ্রমের পর আজ সফল সৌরভ।
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 6:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পেটে খিদে নিয়েই পাঞ্জা লড়ে এল বিরাট সাফল্য! যুবকের কীর্তি শুনলে অবাক হবেন
