TRENDING:

Purba Bardhaman News: ক্লাস ৫ অবধি লেখাপড়া! বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার তৈরি করছেন রেজাউল

Last Updated:

হেলিকপ্টার তৈরির কাজে এখনও পর্যন্ত তাঁর ৪৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হেলিকপ্টারটি সম্পূর্ণ ভাবে তৈরি করতে প্রায় ৬৫ লক্ষ টাকা খরচ হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: দীর্ঘ পাঁচ বছর ধরে হেলিকপ্টার তৈরি নিয়ে গবেষনা করে আস্ত হেলিকপ্টার বানিয়ে ফেললেন যুবক রেজাউল শেখ। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার ঘোলা এলাকার বাসিন্দা তিনি। বিভিন্ন যন্ত্রপাতি ও নানা সরঞ্জাম কিনে রেজাউল এখন সারাদিন ধরে শুধু নিজস্ব প্রযুক্তিতে হেলিকপ্টার তৈরির কাজই চালিয়ে যাচ্ছেন। হেলিকপ্টার তৈরি দেখতে উৎসাহী মানুষজন প্রতিদিন তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন। একই ভাবে এলাকার বাসিন্দারাও রেজাউলের তৈরি হেলিকপ্টারকে আকাশে উড়তে দেখার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন।
advertisement

প্রায় চল্লিশ ফুট লম্বা এবং পাইলট সহ পাঁচ আসনের বিশিষ্ঠ হেলিকপ্টার তৈরির কাজ এখন করে চলেছেন রেজাউল। লোহার পাত দিয়ে হেলিকপ্টারের কাঠামোটা তৈরি করেছেন। কাঠামোর কাজ অনেকটাই হয়ে গিয়েছে বলে জানান তিনি। কাঠামোর মাথায় বড় ব্লেডের পাখাও লাগানোর কাজও শেষ। হেলিকপ্টার তৈরির কাজ শেষ করতে এখনও এক দেড় মাস লাগতে পারে। রেজাউল শেখের কথায়, হেলিকপ্টার তৈরির কাজে এখনও পর্যন্ত তাঁর ৪৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হেলিকপ্টারটি সম্পূর্ণ ভাবে তৈরি করতে প্রায় ৬৫ লক্ষ টাকা খরচ হবে।

advertisement

আরও পড়ুন -  Weather Alert: আজ রাত পোহালেই আবহাওয়ার ১৮০ ডিগ্রি নাটকীয় বদল, প্রবল হাওয়া-বৃষ্টিতে টালমাটাল হবে জীবন

রেজাউল এদিন বলেন যে নিজের হাতে তৈরি হেলিকপ্টার সফল ভাবেই আকাশে উড়বে, এবিষয়ে তিনি খুবই আশাবাদী।

View More

আরও পড়ুন -  Kohinoor: রাণি এলিজাবেথের মৃত্যু, সবচেয়ে বড় প্রশ্ন কে উত্তরাধিকার পাবেন কোহিনুরের

advertisement

রেজাউলের বাবা একদিন তাঁকে বলেছিলেন এমন একটি কিছু করতে হবে, যাতে দেশের মানুষ তাঁকে মনে রাখে। বাবার সেই কথাটাই সবসময় মাথায় ঘুরপাক খেত রেজাউলের। তার পর একদিন ৪০ ফুট লম্বা ও পাইলট সহ পাঁচ আসন বিশিষ্ট হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নিয়ে বসেন রেজাউল শেখ।

তবে মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করে কী ভাবে হেলিকপ্টারে বানাবেন এনিয়ে উঠেছিল প্রশ্ন। দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি একেবারে গবেষণার করার মতো করে বিষয়টি নিয়ে জ্ঞান অর্জন চালিয়ে যান। তার পর মাস ছয় আগে বেশ কয়েক লক্ষ টাকার সরঞ্জাম কিনে এনে বাড়ির সামনের ফাঁকা জায়গায় তিনি হেলিকপ্টার তৈরির কাজ শুরু করেন।রেজাউল জানান যে সম্পূর্ণ হেলিকপ্টার তৈরি করতে তাঁর এখনও মাস খানেক সময় লাগবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ক্লাস ৫ অবধি লেখাপড়া! বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার তৈরি করছেন রেজাউল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল