দুজনেই বৃষ্টির প্রার্থনা করে মানত করলেন এদিন। দুজনেই জানান , যদি বেশি পরিমাণে বৃষ্টি হয়, চাষীদের মুখে ফের হাসি ফোটে তাহলে আবার এসে পুজো দিয়ে যাবেন। এদিন কার্যত গাড়ি থেকে নেমেই জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া শিশু-নারী কর্মাধ্যক্ষ মিঠু মাঝি আমজনতার সঙ্গে পায়ে পা মিলিয়েই মন্দিরে প্রবেশ করেন।
আরও পড়ুনঃ বজ্রপাতে মৃত কৃষক! আহত ১১
advertisement
দুজনের হাতেই ছিল ফুল, ফল, মালা সহ ডালা ও বাবার মাথায় ঢালার জন্য দুধ ও গঙ্গা জল। কোনরকম আলাদা ভাবে নয় সকলের সঙ্গেই মহাদেবের মাথায় জল ঢাললেন তাঁরা। পুজো দেওয়ার পরই নন্দীর কানে কানে নিজেদের মনস্কামনা জানাতে দেখা যায় তাঁদের।
আরও পড়ুনঃ করোনা থেকে রেহাই পেতে শুধু ওষুধ নয়, পরিবেশকে বাঁচাতে বলছেন বিশেষজ্ঞরা
উল্লেখ্য, চলছে শ্রাবণ মাস, মহাদেবের পুজো দিচ্ছেন সকলেই। ভক্তরা ভিড় করছেন বর্ধমানের আলমগঞ্জ বর্ধমানেশ্বর মোটা শিবের মন্দিরে। এদিনও ভিড় ছিল চোখে পড়ার মতো।
Malobika Biswas