TRENDING:

East Bardhaman News: কন্যাশ্রীদের উদ্বুদ্ধ করতে পথ নাটিকা পাল্লা রোড গার্লস হাই স্কুলে

Last Updated:

পথনাটিকার মাধ্যমে পাল্লা রোড গার্লস হাই স্কুলের কন্যাশ্রীদের উদ্বুদ্ধ করছে তিন কন্যাশ্রী 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: কন্যা ভ্রুণ হত্যা, বাল্যবিবাহ রোধ করতে নানা সামাজিক প্রকল্প ও লাগাতার সচেতনতা প্রচারাভিজান চলছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে । তারই অঙ্গ হয়ে রাধিকা মন্ডল , শ্রাবণী বিশ্বাস এবং দেবযানী আচার্য পূর্ব বর্ধমান জেলার এই তিন কন্যা পথনাটিকার মাধ্যমে পৌঁছে যাচ্ছে জেলার নানা স্কুলে। সম্প্রতী ইউনিসেফ ও বর্ধমান যুবকেন্দ্রের উদ্যোগে বাল্য বিবাহ রোধে ও শিশুদের সুরক্ষা সচেতনতায় জেলার নানা জায়গায় পথনাটিকার প্রদর্শনী শুরু করেছে ।
 Palla Road Girls High School to prevent child marriage and girls feticide
Palla Road Girls High School to prevent child marriage and girls feticide
advertisement

সেই ইউনিসেফ ও বর্ধমান যুবকেন্দ্রের হাত ধরেই এই তিন কন্য পৌঁছে যাচ্ছে স্কুলের কন্যাশ্রী ক্লাবের কাছে । রাধিকা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী , শ্রাবণী ও দেবযানী স্নাতক স্তরের ছাত্রী , তারাও একসময় নানা প্রতিকূলতা পেরিয়ে আজ পড়াশুনা চালিয়ে যাচ্ছে, সামাজিক প্রকল্পের সাহায্য নিয়ে। এদিন মেমারীর পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির ব্যবস্থাপনায় পাল্লারোড গার্লস হাই স্কুল , রসুলপুর বাজার চত্বর সহ একাধিক জায়গায় তারা পথনাটিকা উপস্থাপনা করেন । নাটক শেষে ছিল কুইজের ব্যবস্থাও । এদিনের এই পথনাটিকা দেখতে উপস্থিত ছিল স্কুলের সকল ছাত্রীরা।

advertisement

আরও পড়ুন - Phoolbagan Murder: প্রকাশ্য রাস্তায় স্বামী ছুরি মারলেন বউয়ের ঘাড়ে! রক্তে ভেসে লুটিয়ে পড়লেন স্ত্রী

পাল্লারোড গার্লস হাই স্কুলের শিক্ষিকা মৌসুমী দাস বলেন "এই উদ্যোগকে সাধুবাদ জানাই, আমাদের স্কুলের মেয়েরা অনেক কিছু শিখল এই কর্মসূচি থেকে।"

আরও পড়ুন- West Bengal Weather Update: আজ কি ভিজতেই হবে? দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, রইল আজকের ওয়েদার আপডেট

advertisement

অন্যদিকে অষ্টম শ্রেণীর পড়ুয়া তোর্ষা ঘোষ, দশম শ্রেণীর পড়ুয়া সুমেধা দেবনাথরা সহ অন্যান্য ছাত্রীরা জানায়, অনেক কিছু শেখা হল। কিভাবে কোনো বন্ধু বিপদে পড়লে তাকে বাঁচাতে হবে, কন্যাশ্রী দিদিরা নাটকের মাধ্যমে সব শেখালো । এছাড়াও কম বয়সে বিয়ে নয় পড়াশুনো করাই যে লক্ষ্য সে বিষয়েও শিক্ষা দেয় কন্যাশ্রী দিদিরা।

পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সদস্য সন্দীপন সরকার জানান, " শিশুদের উপর নির্যাতন ও বাল্য বিবাহ রোধ করতে এই পথনাটিকা প্রদর্শন করা হল। যা দেখে শিক্ষা অর্জন করল স্কুলের পড়ুয়ারা। এই উদ্যোগে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: কন্যাশ্রীদের উদ্বুদ্ধ করতে পথ নাটিকা পাল্লা রোড গার্লস হাই স্কুলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল