সেই ইউনিসেফ ও বর্ধমান যুবকেন্দ্রের হাত ধরেই এই তিন কন্য পৌঁছে যাচ্ছে স্কুলের কন্যাশ্রী ক্লাবের কাছে । রাধিকা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী , শ্রাবণী ও দেবযানী স্নাতক স্তরের ছাত্রী , তারাও একসময় নানা প্রতিকূলতা পেরিয়ে আজ পড়াশুনা চালিয়ে যাচ্ছে, সামাজিক প্রকল্পের সাহায্য নিয়ে। এদিন মেমারীর পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির ব্যবস্থাপনায় পাল্লারোড গার্লস হাই স্কুল , রসুলপুর বাজার চত্বর সহ একাধিক জায়গায় তারা পথনাটিকা উপস্থাপনা করেন । নাটক শেষে ছিল কুইজের ব্যবস্থাও । এদিনের এই পথনাটিকা দেখতে উপস্থিত ছিল স্কুলের সকল ছাত্রীরা।
advertisement
আরও পড়ুন - Phoolbagan Murder: প্রকাশ্য রাস্তায় স্বামী ছুরি মারলেন বউয়ের ঘাড়ে! রক্তে ভেসে লুটিয়ে পড়লেন স্ত্রী
পাল্লারোড গার্লস হাই স্কুলের শিক্ষিকা মৌসুমী দাস বলেন "এই উদ্যোগকে সাধুবাদ জানাই, আমাদের স্কুলের মেয়েরা অনেক কিছু শিখল এই কর্মসূচি থেকে।"
অন্যদিকে অষ্টম শ্রেণীর পড়ুয়া তোর্ষা ঘোষ, দশম শ্রেণীর পড়ুয়া সুমেধা দেবনাথরা সহ অন্যান্য ছাত্রীরা জানায়, অনেক কিছু শেখা হল। কিভাবে কোনো বন্ধু বিপদে পড়লে তাকে বাঁচাতে হবে, কন্যাশ্রী দিদিরা নাটকের মাধ্যমে সব শেখালো । এছাড়াও কম বয়সে বিয়ে নয় পড়াশুনো করাই যে লক্ষ্য সে বিষয়েও শিক্ষা দেয় কন্যাশ্রী দিদিরা।
পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সদস্য সন্দীপন সরকার জানান, " শিশুদের উপর নির্যাতন ও বাল্য বিবাহ রোধ করতে এই পথনাটিকা প্রদর্শন করা হল। যা দেখে শিক্ষা অর্জন করল স্কুলের পড়ুয়ারা। এই উদ্যোগে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা।’’
Malobika Biswas