এই প্রসঙ্গে পূর্ব বর্ধমানের মেমারির টোটোর মালিক কৌশিক ঘোষ জানিয়েছেন, ‘‘সকাল ৬ টা ঘুম থেকে উঠে দেখলাম দোকানের সামনেই টোটো রাখা থাকে , আমার টোটোর ড্রাইভার আছে , সে রোজ সকাল ৭ টা সময় টোটো নিয়ে যায়। সকালে আমার ছেলে রূপম আমাকে বলে যে বাপি টোটো নেই , তখনই সঙ্গে সঙ্গে আমি উঠে দেখি যে সত্যি টোটো নেই ।’’
advertisement
আরও পড়ুন - Purba Bardhaman: এমন টোপ আপনিও পেয়েছেন? সাবধান, লোক ঠকিয়ে পুলিশের জালে মা-ছেলে
তিনি আরও বলেন, ‘‘এর পরবর্তীতেই লক্ষ্য করলাম দোকানের যে মেন গেট দিয়ে টোটো পাস হয় সেখানকার তালা চাবি পুরো ভাঙা। তারপরই বুঝতে পারলাম যে টোটো পুরো চুরি হয়ে গেছে।’’
আরও পড়ুন - Malda News: ‘মেরি সহেলি’ যখন ত্রাতা বৃদ্ধ দম্পতির, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে গেল ! তারপর?
তিনি আরও যোগ করেন যে সিসিটিভি ফুটেজ দেখেছি ঘটনাটি ঘটেছে ২:৫৯ থেকে ৩:১৬ র মধ্যে। দুজন ঢুকেছিল দোকানের মধ্যে । পুলিশকে গোটা বিষয়টি জানানোর পর পুলিশ এসে দেখে গেছেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন৷
কৌশিক বাবুর এখন অভিযোগ যে কীভাবে এমন একটা জায়গায় তালা-চাবি ভেঙে তারা চুরি করার সাহস পেল । তিনি বলেন যে তাঁদেরকে তাড়াতাড়ি ধরা প্রয়োজন নাহলে এমন ঘটনা আবারও ঘটবে। নিরাপত্তা না থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি কৌশিক ঘোষের।
Bonoarilal Chowdhury





