এরপর লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় তাঁর খেলা । তবে পরে ফের সুযোগ আসে মালয়েশিয়াতে খেলতে যাওয়ার । কোচ সেখ সামিম রানার কাছে অনুশীলন নিয়ে ফের খেলেন মহম্মদ কাইফ সেখ সাহিনুর চৌধুরী । সেই মতো ডিসেম্বরের ১৩ তারিখে মালয়েশিয়াতে পৌঁছে যান তিনি। খেলা হয় ১৫ , ১৬ এবং ১৭ তারিখ এই তিন দিন । ব্যাঙ্গালোরের সঙ্গে টেস্ট ম্যাচে হেরে গেলেও মালয়েশিয়ার সঙ্গে ইন্ডিয়ার খেলাতে জয়লাভ করে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া ।
advertisement
কলকাতার যে দল খেলতে গিয়েছিল তাদের মধ্যে থেকে বেস্ট প্লেয়ার হিসেবে নাম উঠে এসেছে আসে তাঁর । এভাবেই খণ্ডঘোষে এর মুখ উজ্জ্বল করল মহম্মদ কাইফ সেখ সাহিনুর চৌধুরী ।এর পর খেলা আছে দুবাইয়ে । তার জন্য ইতিমধ্যেই জোর কদমে প্র্যাকটিস শুরু করেছেন ।
মহম্মদ কাইফ সেখ সাহিনুর চৌধুরী বলেন , থ্র বল এই খেলা নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না । সকলেই ক্রিকেট আর ফুটবলের হিরিকে মেতে ওঠে । এ দুটো খেলা ছাড়াও অন্যান্য খেলা গুলো মর্যাদা পাওয়ার যোগ্য । দুবাইতে যাওয়ার ক্ষেত্রে যাতে কেউ স্পন্সর করে পাশাপাশি সংবাদ মাধ্যম হয়ে তার পাশে থাকে সে বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ।
Malobika Biswas