TRENDING:

Purba Bardhaman News: মালয়েশিয়াতে ইন্ডিয়ার হয়ে খেলে বেস্ট প্লেয়ার বর্ধমানের ছেলে  

Last Updated:

থ্রো বল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খণ্ডঘোষের মুখ উজ্জ্বল করল মহম্মদ কাইফ সেখ সাহিনুর চৌধুরী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: থ্রো বল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভুটানে খেলতে গিয়েছিলেন খণ্ডঘোষের মেটেডাঙ্গা এলাকার মহম্মদ কাইফ সেখ সাহিনুর চৌধুরী । সেখানে ন্যাশনাল চ্যাম্পিয়ন হন তিনি ।
advertisement

এরপর লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় তাঁর খেলা । তবে পরে ফের সুযোগ আসে মালয়েশিয়াতে খেলতে যাওয়ার । কোচ সেখ সামিম রানার কাছে অনুশীলন নিয়ে ফের খেলেন মহম্মদ কাইফ সেখ সাহিনুর চৌধুরী । সেই মতো ডিসেম্বরের ১৩ তারিখে মালয়েশিয়াতে পৌঁছে যান তিনি। খেলা হয় ১৫ , ১৬ এবং ১৭ তারিখ এই তিন দিন । ব্যাঙ্গালোরের সঙ্গে টেস্ট ম্যাচে হেরে গেলেও মালয়েশিয়ার সঙ্গে ইন্ডিয়ার খেলাতে জয়লাভ করে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া ।

advertisement

আরও পড়ুন -  Pele Passed Away: পেলের মাঠের বাইরের জীবন একেবারে রঙিন, একাধিক নারীসঙ্গ! অনেক সন্তানের অস্তিত্বই জানতেন না ব্ল্যাক পার্ল

কলকাতার যে দল খেলতে গিয়েছিল তাদের মধ্যে থেকে বেস্ট প্লেয়ার হিসেবে নাম উঠে এসেছে আসে তাঁর । এভাবেই খণ্ডঘোষে এর মুখ উজ্জ্বল করল মহম্মদ কাইফ সেখ সাহিনুর চৌধুরী ।এর পর খেলা আছে দুবাইয়ে । তার জন্য ইতিমধ্যেই জোর কদমে প্র্যাকটিস শুরু করেছেন ।

advertisement

আরও পড়ুন -  Rishabh Pant Accident: পন্থের মারাত্মক অ্যাক্সিডেন্ট, চুপ থাকতে পারলেন না উর্বশী রাউতেলা, নেটিজেনরা বলল ‘নাগিন’!

মহম্মদ কাইফ সেখ সাহিনুর চৌধুরী বলেন , থ্র বল এই খেলা নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না । সকলেই ক্রিকেট আর ফুটবলের হিরিকে মেতে ওঠে । এ দুটো খেলা ছাড়াও অন্যান্য খেলা গুলো মর্যাদা পাওয়ার যোগ্য । দুবাইতে যাওয়ার ক্ষেত্রে যাতে কেউ স্পন্সর করে পাশাপাশি সংবাদ মাধ্যম হয়ে তার পাশে থাকে সে বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: মালয়েশিয়াতে ইন্ডিয়ার হয়ে খেলে বেস্ট প্লেয়ার বর্ধমানের ছেলে  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল