Rishabh Pant Accident: পন্থের মারাত্মক অ্যাক্সিডেন্ট, চুপ থাকতে পারলেন না উর্বশী রাউতেলা, নেটিজেনরা বলল ‘নাগিন’!

Last Updated:

Rishabh Pant Accident: এই পোস্ট দেখা মাত্রই নেটিজেনরা তাঁকে ট্রোল করতে শুরু করেন৷

Urvashi Rautela praying for Rishabh Pant recovery after his car accident in roorkee actress brutally trolled by netizen
Urvashi Rautela praying for Rishabh Pant recovery after his car accident in roorkee actress brutally trolled by netizen
#মুম্বই: টিম ইন্ডিয়ার ক্রিকেটার ঋষভ পন্থ শুক্রবার সকালে রুরকিতে নারসন বর্ডারের হম্মদপুর ঝালের কাছের মোড়ে অ্যাক্সিডেন্টের শিকার হন৷  তাঁর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। ঋষভ পন্থ অ্যাক্সিডেন্ট স্পট থেকে উদ্ধার করে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর প্লাস্টিক সার্জারি করা হবে।
এদিকে ঋষভ পন্থের চোটের খবর শোনার পরেই তাঁর ফ্যানরা এবং ক্রিকেট মহল প্রচণ্ড চিন্তায় পড়েছেন৷ তারকা ক্রিকেটারের মাথা, পা ও পিঠে চোট রয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় সকলেই তাঁকে নিয়ে নিজেদের চিন্তা জাহির করেছেন৷ তাঁর সঙ্গে দীর্ঘদিনের গসিপে থাকা উর্বশী রাউতেলাও ঋষভ পন্থের চোটের পরেই ট্যুইট করেছেন৷ সেখানে পন্থের সরাসরি নাম না থাকলেও লিখেছেন ‘Praying’- অর্থাৎ প্রার্থণা করছি৷
advertisement
advertisement
advertisement
কিন্তু উর্বশী রাউতেলা নিজের একটি ভারতীয় সাজে ছবি দিয়ে এই পোস্টটি করেছেন৷ নেটিজেনরা গোটা বিষয়টি মোটেই ভাল চোখে দেখেননি৷ মানুষজন তাঁকে নাগিন বলে ট্রোল করেছেন৷
Urvashi Rautela praying for Rishabh Pant recovery after his car accident in roorkee actress brutally trolled by netizen Urvashi Rautela praying for Rishabh Pant recovery after his car accident in roorkee actress brutally trolled by netizen
advertisement
উর্বশী রাউতেলা নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি দারুণ ছবি শেয়ার করেছেন৷ পোস্টের ক্যাপশনে ঋষভ পন্থের নাম লেখেননি৷ ছবির পাশে প্রেয়িং লেখেন এবং তাতে সাদা হৃদয় ও সাদা পায়রার ছবি দেন৷ আর সবচেয়ে বড় কথা সকাল সকাল পন্থের গাড়ি অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ বাদে এই পোস্ট শেয়ার করেন উর্বশী রাউতেলা৷
advertisement
এই পোস্ট দেখা মাত্রই নেটিজেনরা তাঁকে ট্রোল করতে শুরু করেন৷
এক ইউজার বলেছেন, ‘‘এদিকে ঋষভ পন্থ অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওখানে তুই সাজছিস’’- একজন উর্বশীর লুক দেখে লিখেছেন ‘‘নাগিন নাকি?’’ আর ইউজার সরাসরিই লিখেছেন ‘‘নাগিন’’৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant Accident: পন্থের মারাত্মক অ্যাক্সিডেন্ট, চুপ থাকতে পারলেন না উর্বশী রাউতেলা, নেটিজেনরা বলল ‘নাগিন’!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement