Rishabh Pant Accident: পন্থের মারাত্মক অ্যাক্সিডেন্ট, চুপ থাকতে পারলেন না উর্বশী রাউতেলা, নেটিজেনরা বলল ‘নাগিন’!
- Published by:Debalina Datta
Last Updated:
Rishabh Pant Accident: এই পোস্ট দেখা মাত্রই নেটিজেনরা তাঁকে ট্রোল করতে শুরু করেন৷
#মুম্বই: টিম ইন্ডিয়ার ক্রিকেটার ঋষভ পন্থ শুক্রবার সকালে রুরকিতে নারসন বর্ডারের হম্মদপুর ঝালের কাছের মোড়ে অ্যাক্সিডেন্টের শিকার হন৷ তাঁর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। ঋষভ পন্থ অ্যাক্সিডেন্ট স্পট থেকে উদ্ধার করে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর প্লাস্টিক সার্জারি করা হবে।
এদিকে ঋষভ পন্থের চোটের খবর শোনার পরেই তাঁর ফ্যানরা এবং ক্রিকেট মহল প্রচণ্ড চিন্তায় পড়েছেন৷ তারকা ক্রিকেটারের মাথা, পা ও পিঠে চোট রয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় সকলেই তাঁকে নিয়ে নিজেদের চিন্তা জাহির করেছেন৷ তাঁর সঙ্গে দীর্ঘদিনের গসিপে থাকা উর্বশী রাউতেলাও ঋষভ পন্থের চোটের পরেই ট্যুইট করেছেন৷ সেখানে পন্থের সরাসরি নাম না থাকলেও লিখেছেন ‘Praying’- অর্থাৎ প্রার্থণা করছি৷
advertisement
advertisement
advertisement
কিন্তু উর্বশী রাউতেলা নিজের একটি ভারতীয় সাজে ছবি দিয়ে এই পোস্টটি করেছেন৷ নেটিজেনরা গোটা বিষয়টি মোটেই ভাল চোখে দেখেননি৷ মানুষজন তাঁকে নাগিন বলে ট্রোল করেছেন৷

advertisement
উর্বশী রাউতেলা নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি দারুণ ছবি শেয়ার করেছেন৷ পোস্টের ক্যাপশনে ঋষভ পন্থের নাম লেখেননি৷ ছবির পাশে প্রেয়িং লেখেন এবং তাতে সাদা হৃদয় ও সাদা পায়রার ছবি দেন৷ আর সবচেয়ে বড় কথা সকাল সকাল পন্থের গাড়ি অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ বাদে এই পোস্ট শেয়ার করেন উর্বশী রাউতেলা৷
advertisement
এই পোস্ট দেখা মাত্রই নেটিজেনরা তাঁকে ট্রোল করতে শুরু করেন৷
এক ইউজার বলেছেন, ‘‘এদিকে ঋষভ পন্থ অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওখানে তুই সাজছিস’’- একজন উর্বশীর লুক দেখে লিখেছেন ‘‘নাগিন নাকি?’’ আর ইউজার সরাসরিই লিখেছেন ‘‘নাগিন’’৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2022 2:38 PM IST