সূত্র মারফত খবর, সাহাপুর গ্রামের প্রতারণার শিকার হয়ে এক ব্যক্তি মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে মন্তেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করে। এদিন কুসুমগ্রাম বাজার থেকে ওই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে অভিযুক্তদের মধ্যে দুজন গলসি থানার অন্তর্গত নকুলেশ্বর রাইস মিলের কর্মী এবং অপরজন দালাল।
আরও পড়ুন- Siliguri News: স্কুটির চারধারেই জমছে ভিড়, ঘরে বানানো সুস্বাদু খাবার বেচছেন এমবিএ ফতিমা
advertisement
আরও পড়ুন – Kitchen Hacks: কাঁচা আম কী করে পাকাবেন, জাস্ট অল্প সময়েই বাড়িতেই পেকে আম হবে টুসটুসে
এই তিনজনকেই এদিন গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ৩৮ টি অ্যাক্সিস ব্যাঙ্ক ও আই সি আই সি আই ব্যাঙ্কের এটিএম কার্ড সহ একটি ল্যাপটপ একটি মোটর বাইক ও নগদ পঞ্চাশ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়।
গ্রেফতারের পর ধৃতদের কালনা মহকুমা আদালতে পেশ করা হয়েছে। মন্তেশ্বর থানার পুলিশ বিচারপতির কাছে অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানিয়েছেন।
Bonoarilal Chowdhury