Siliguri News: স্কুটির চারধারেই জমছে ভিড়, ঘরে বানানো সুস্বাদু খাবার বেচছেন এমবিএ ফতিমা

Last Updated:

MBA Foodwali: ২০১১ সালে উত্তর প্রদেশে তাঁর এমবিএ কোর্স শেষ করেছেন। বিয়ের পর, তিনি দুই বছর আগে তার স্বামীর সঙ্গে শিলিগুড়িতে চলে আসেন। তিনি থাকেন শিলিগুড়ির মাটিগাড়ায়।

+
স্কুটিতেই

স্কুটিতেই 'এমবিএ ফুড ওয়ালি'

শিলিগুড়ি : স্কুটিতেই খাবারের স্টল, যেখানে আপনি বিভিন্ন ধরণের সুস্বাদু খাবারের স্বাদ পেতে পারেন। এমনই উদ্যোগ নিল এমবিএ ডিগ্রিধারী   ফাতিমা । তিনি এখন নিজের স্কুটারে নিজের ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছেন। দোকানের নাম দিয়েছেন ‘এমবিএ ফুড ওয়ালি।’ এই ‘এমবিএ ফুড ওয়ালি’ অল্প সময়ের মধ্যেই শিলিগুড়িতে বিখ্যাত হয়ে গিয়েছে। এই দোকানের স্বাদ উপভোগ করতে আপনাকে আসতে হবে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক চত্বরে।
ফাতিমা বলেন “আমি হিউম্যান রিসোর্সে এমবিএ শেষ করেছি। আমি প্রায় চার বছর চাকরি করেছি, কিন্তু আমি সবসময় নিজের থেকে কিছু করতে চেয়েছিলাম। শিলিগুড়িতে যাওয়ার পরে আমি আমার স্বপ্নকে পুনরুজ্জীবিত করার চিন্তা করেছি এবং আমি স্টল শুরু করেছি।’’ ৩০ বছরের ফাতিমা, উত্তর প্রদেশের বাসিন্দা, ২০১১ সালে উত্তর প্রদেশে তাঁর এমবিএ কোর্স শেষ করেছেন। বিয়ের পর, তিনি দুই বছর আগে তার স্বামীর সঙ্গে শিলিগুড়িতে চলে আসেন। তিনি থাকেন শিলিগুড়ির মাটিগাড়ায়।
advertisement
আরও দেখুন
advertisement
মাস দুয়েক আগে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে নিজের স্কুটারে খাবারের স্টল লাগিয়ে তার নিজের ব্যবসা শুরু করেছেন তিনি। তার স্টল প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চালু থাকে। তার স্টলের বিশেষত্ব হল তিনি নিজেই রান্না করেন ঘরে তৈরি খাবারই সেখানে বিক্রি করেন । তার স্টলে পাওয়া যাচ্ছে ক্ষীর, দহি ভাল্লা, গোলগাপ্পা চাট।
advertisement
আরও দেখুন
তিনি জানান, মানুষের চাহিদার ভিত্তিতে তার খাবারের আইটেম পরিবর্তন করে থাকেন তিনি। এক প্লেট দধি ভাল্লার দাম ৫০ টাকা। ২৫ টাকায় গোলগাপ্পা চাট। ক্ষীর ২৫ টাকা। প্রতিদিন খাবার বিক্রি করে ৫০০ টাকা পর্যন্ত আয় হয় তাঁর।
স্টলের নাম জানতে চাইলে তিনি উত্তরে বলেন, “আমি একটি বার্তা ছড়িয়ে দিতে চাই যে কেউ, বিশেষ করে নারীরা শিক্ষিত হলে তারা নিজেরাই তাদের ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে। তারা ক্ষমতায়নের জন্য যেকোনো কাজ করতে পারে।”
advertisement
শিলিগুড়ির বাসিন্দা , সিমরান গুপ্তা যিনি স্টল থেকে খাবার খেয়েছিলেন, তিনি বলেন, “খাবারটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এটা খুবই মজার এবং অনুপ্রেরণামূলক। একজন মহিলা একটি স্কুটারে তার স্টল বসিয়েছেন সমস্তটাই নিজেই করছেন। মহিলাদের তার থেকে অনুপ্রাণিত হওয়া উচিত।”
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: স্কুটির চারধারেই জমছে ভিড়, ঘরে বানানো সুস্বাদু খাবার বেচছেন এমবিএ ফতিমা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement