ধৃতরা তরুময় সিংহ রায় এবং শামসুল হক৷ এদের বাড়ি যথাক্রমে কালনা পৌরসভার ঘোষপাড়া ও কালনা থানার মোসলেমাবাদ গ্রামে। কালনা থানার একটি গ্রামের গৃহবধূ অভিযোগ করেন যে স্বামী- স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করে দিতে তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলেন কালনা হাসপাতালের সামনে অবস্থিত ঔষধের দোকানদারের একজন মালিক।
আরও পড়ুন- West Bengal Weather Alert: আকাশ ফালাফালা করা বিদ্যুৎ, ৪০-৫০ কিমি গতিতে হাওয়া নাকাল হবে জেলার জীবন
advertisement
অভিযোগ তাপস সিংহ রায় ওরফে দুলু নামের ঔষধের দোকানের মালিক তার দুর্বলতার সুযোগ নিয়ে একাধিকবার ধর্ষণ করে। তাপসের অভিসন্ধি বুঝতে পেরে বধুটি শেষপর্যন্ত তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে।
অভিযোগ তারপর তাপস সিংহরায় দলবল নিয়ে ওই বধুটির গ্রামের বাড়িতে হানা দেয়। তাকে না পেয়ে তার বাবা মাকে লোহার রড দিয়ে মারধর করলে তারা আহত হন। হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়। এখানেই শেষ নয়। এই মামলা শুরু হওয়ার পর থেকেই মূল অভিযুক্ত তাপস সিংহরায় গা ঢাকা দিয়ে আছেন।
Nabakumar Roy