তীব্র গরমের হাত থেকে বেশ অনেকটাই রেহাই পেয়েছে পুরুলিয়া জেলার মানুষেরা। শনিবার সকালের দিকে হালকা রোদের দাপট ছিল। আকাশের মুখ ভার হয়েছিল। দুপুরের পর থেকেই শুরু হয় বৃষ্টি। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয় পুরুলিয়ার বিভিন্ন জায়গায়। সন্ধ্যের দিকে বৃষ্টি কম থাকলেও আবারও রাতের দিকে বৃষ্টি হয় পুরুলিয়ায়।
আগামী বেশ কিছুদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০-৫০ কিমি গতিবেগে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। Input- Sarmistha Banerjee