ছোট থেকেই খেলাধুলা করতে ভালোবাসে দ্বীপান্বেষ। মা ও বাবা খেলাধুলার সঙ্গে যুক্ত। স্কুলের পাশাপাশি জেলাতেও অ্যাথলেটিক্সে মেডেল পেয়েছে বহুবার। তবে করোনার জন্য বন্ধ ছিল তার সমস্ত খেলাধুলা। এমনকি প্র্যাকটিসও বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। তবে করোনা আবহ স্বাভাবিক হতেই হঠাৎই তাঁর নজরে আসে সাবাত কিক বক্সিং -র পোস্টার।
আরও পড়ুন - বড় গসিপ ফাঁস, ঊর্বশী রাউতেলা ও ঋষভ পন্থের কী সম্পর্ক সাফ বলে দিলেন শুভমান
advertisement
এরপরই দ্বীপান্বেষ ফের শুরু করে প্র্যাক্টিস। আর মাত্র তিন মাসের প্র্যাকটিসেই স্টেট লেভেল পাস করে সে। এরপর তার নাম যায় ন্যাশনাল লেভেলে। সেখানেই দ্বীপান্বেষ অনুর্ধ্ব ৭০ কেজি ক্যাটাগরি সিনিয়ার ডিভিশনে ৬৫ থেকে ৭০ কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করে উত্তরপ্রদেশের বক্সারকে হারিয়ে সোনা জয় করেছে।
আরও পড়ুন - অবৈধ হকার তুলতে নির্দেশ মেয়রের,তবুও যুগ বদলালেও একই ভাবে বাঙালির মনের কাছে হাতিবাগান ও গড়িয়াহাট
এই জয়ের ফলে দ্বীপান্বেষ ২০২৩ এ ভারতের হয়ে এশিয়া চ্যাম্পিয়ানশিপে খেলতে যেতে পারবেন উজবেকিস্তানে। ইতিমধ্যেই তা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে দ্বীপান্বেষ। তার জন্য সে সরকারি সাহায্যের আবেদন জানান। দ্বীপান্বেষের এই সাফল্যে খুশি গোটা পরিবার সহ শহরবাসী
Malabika Biswas