TRENDING:

Purba Bardhaman News: ন্যাশনাল কম্পিটিশনে বাজিমাত বাঙালি বক্সারের, জিতলেন সোনা

Last Updated:

করোনা আবহ স্বাভাবিক হতেই হঠাৎই তাঁর নজরে আসে সাবাত কিক বক্সিং -র পোস্টার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: মাত্র কয়েক মাসের প্রশিক্ষণেই সফলতা পেল বর্ধমান শহরে তেজগঞ্জ মোহনবাগের দ্বীপান্বেষ দাস। হঠাৎই একদিন দ্বীপান্বেষের নজরে আসে সাবাত কিক বক্সিং এর বিজ্ঞপ্তি। আর তারপর মনে অদম‍্য ইচ্ছা আর বাবা, মা ও আত্মীয়দের উৎসাহ দানে দ্বীপান্বেষ শুরু করে কিক বক্সিং এর প‍্র্যা়ক্টিস। সে বাংলা থেকে আরও সাত জনের সঙ্গে দিল্লি যান ন‍্যাশানাল খেলতে। দিল্লির কারোলবাগে আঠারোটি রাজ‍্যের মোট ৪০০ জন বস্কার ওই ন‍্যাশানাল বক্সিং প্রতিযোগিতা অংশ নেয়৷  দ্বীপান্বেষ অনুর্ধ্ব ৭০ ক‍্যাটাগরির সিনিয়ার ডিভিশনে পঁয়ষট্টি থেকে সত্তর কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানেই সে উত্তরপ্রদেশের বক্সারকে হারিয়ে সোনা জয় করে।
advertisement

ছোট থেকেই খেলাধুলা করতে ভালোবাসে দ্বীপান্বেষ।  মা ও বাবা খেলাধুলার সঙ্গে যুক্ত। স্কুলের পাশাপাশি জেলাতেও অ্যাথলেটিক্সে মেডেল পেয়েছে বহুবার। তবে করোনার জন্য বন্ধ ছিল তার সমস্ত খেলাধুলা। এমনকি প্র্যাকটিসও বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। তবে করোনা আবহ স্বাভাবিক হতেই হঠাৎই তাঁর নজরে আসে সাবাত কিক বক্সিং -র পোস্টার।

আরও পড়ুন -  বড় গসিপ ফাঁস, ঊর্বশী রাউতেলা ও ঋষভ পন্থের কী সম্পর্ক সাফ বলে দিলেন শুভমান

advertisement

এরপরই দ্বীপান্বেষ ফের শুরু করে প্র্যাক্টিস। আর মাত্র তিন মাসের প্র্যাকটিসেই স্টেট লেভেল পাস করে সে। এরপর তার নাম যায় ন্যাশনাল লেভেলে। সেখানেই দ্বীপান্বেষ অনুর্ধ্ব ৭০ কেজি ক্যাটাগরি সিনিয়ার ডিভিশনে ৬৫ থেকে ৭০ কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করে উত্তরপ্রদেশের বক্সারকে হারিয়ে সোনা জয় করেছে।

View More

আরও পড়ুন -  অবৈধ হকার তুলতে নির্দেশ মেয়রের,তবুও যুগ বদলালেও একই ভাবে বাঙালির মনের কাছে হাতিবাগান ও গড়িয়াহাট

advertisement

এই জয়ের ফলে দ্বীপান্বেষ ২০২৩ এ ভারতের হয়ে এশিয়া চ‍্যাম্পিয়ানশিপে খেলতে যেতে পারবেন উজবেকিস্তানে। ইতিমধ্যেই তা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে দ্বীপান্বেষ। তার জন‍্য সে সরকারি সাহায্যের আবেদন জানান। দ্বীপান্বেষের এই সাফল‍্যে খুশি গোটা পরিবার সহ শহরবাসী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malabika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ন্যাশনাল কম্পিটিশনে বাজিমাত বাঙালি বক্সারের, জিতলেন সোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল