এই গ্রামে ভোটের সময় ৪০ নম্বর বুথে লড়াই চলছিল শ্যালক এবং জামাইবাবুর মধ্যে। শালা অর্থাৎ প্রশান্ত পাল প্রার্থী দাড়িয়েছিলেন তৃণমূলের হয়ে এবং জামাইবাবু অর্থাৎ দেবাশিষ মন্ডল প্রার্থী হয়েছিলেন বিজেপির হয়ে। কিন্তু ভোটের ফলাফলে জামাইবাবু হেরে গেলেও শালার সঙ্গে সম্পর্কের কোনও রকম বিচ্ছেদ হয়নি। দু’জনের মধ্যে সম্পর্ক রয়েছে একদম ঠিকঠাক।
আরও পড়ুন – Viral Video: বাহ বেশ দারুণ তো, শপিং মলে ছেলে-বউয়ের সঙ্গে জমিয়ে বাজার মেসির, ভাইরাল ভিডিও
advertisement
এই প্রসঙ্গে শালা অর্থাৎ তৃনমূল প্রার্থী প্রশান্ত পাল জানান , দেবাশিষ মণ্ডল আমার জামাইবাবু হয়। প্রশান্ত পাল বলেন আমাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো। আমাদের মধ্যে কথাবার্তা যাতায়াত সবই আছে । সম্পর্ক আমাদের মধ্যে ঠিকই আছে কোন রকম অসুবিধা হয়নি। ভোটের রেজাল্ট এ হার-জিতের পরেও সম্পর্কে কোন ভাটা পড়েনি। উনি বলেন ভোট আলাদা জিনিস আত্মীয়-স্বজন আলাদা জিনিস।
আরও পড়ুন – Highest Paid Employee: ৩৬ লক্ষ টাকা বেতন বছরে বা মাসে নয়, প্রতি দিনে এই মাইনে পান এক ভারতীয়, চিনুন
পূর্ব বর্ধমান খবর | Purba Bardhaman News
অন্যদিকে দেবাশিষ মণ্ডল অর্থাৎ জামাইবাবু জানান ,
দেবাশীষ মন্ডল জানান ওনার অপনেন্টে এ বছর পঞ্চায়েত ভোটে প্রার্থী দাঁড়িয়েছিল প্রশান্ত পাল সম্পর্কে প্রশান্ত পাল ওনার শালা হয়। দেবাশিষ মন্ডল জানান উনাদের যে পারিবারিক সম্পর্ক সেই সম্পর্ক একদম ঠিক আছে। কোন অশান্তি নেই। কোনরকম মনোমালিন্যেরও সৃষ্টি হয়নি , সম্পর্ক একদম ঠিক আছে, পরিবারিক সম্পর্ক ভালোই রয়েছে।
ভোটের রেজাল্ট যাই হোক না কেন, ভোট পরবর্তীকালেও কোনরকম হিংসা অশান্তি না করে স্বাভাবিক ভাবেই বিজনগর গ্রামের শালা এবং জামাইবাবুর সম্পর্ক ভালোই রয়েছে।
Bonoarilal Chowdhury