Viral Video: বাহ বেশ দারুণ তো, শপিং মলে ছেলে-বউয়ের সঙ্গে জমিয়ে বাজার মেসির, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: স্বাভাবিকভাবেই সেই অচেনা অবতারে মেসিকে দেখে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
ফ্লোরিডা: লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন৷ এবার মার্কিন সকারে জাদু ছড়াবেন এলএম টেন৷ মেসির যোগদানে মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মাদনাও তৈরি হয়ে গেছে। তাঁর নতুন ক্লাবের জন্য তার প্রথম খেলার আগে, আর্জেন্টিনার বিশ্বকাপ বিজয়ী জোরকদমে মাসের বাজার কিনে নিলেন৷ তাঁকে তাঁর পরিবারের সঙ্গে কোনও একটি শপিং মলে কেনাকাটা করতে দেখা গেছে৷ সাধারণ গৃহস্থরা যেরকম নিজেদের মাসের বাজার করেন ঠিক তেমনিই তিন ছেলে ও স্ত্রী আন্তোনেলাকে নিয়ে বাজার করছেন৷
স্বাভাবিকভাবেই সেই অচেনা অবতারে মেসিকে দেখে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
🚨 LIONEL MESSI SHOPPING AT PUBLIX HIGHLIGHTS, ALL TOUCHES 🚨 pic.twitter.com/1VYOCnpJrB
— USMNT Only (@usmntonly) July 14, 2023
Messi with a fan. Apparently, Messi doing groceries at a supermarket these days. Bro has really completed football, hasn’t he?🤣😂😭 pic.twitter.com/Iu8tkjMGCG
— FCB Albiceleste (@FCBAlbiceleste) July 14, 2023
advertisement
ভিডিওতে, মেসিকে একটি গ্রসারি শপে (সম্ভবত ফ্লোরিডায়) দেখা গেছে, মলে সাধারণ মানুষ তাঁকে চিনতে পেরে দারুণ খুশি৷ ৩৬ বছর বয়সী তাঁর স্ত্রী আন্তোনেলার কাছ থেকে গাড়ির চাবি নেওয়ার আগে সেলফি তোলেন, তোলেন একাধিক ফটোগ্রাফ৷ ফ্যানদের দাবি মেটাতে মেটাতে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারত, ফলে তিনি দ্রুত সরে যান সেফ জায়গায়৷
advertisement

তাঁর শপিং ব্যাগে একাধিক জিনিস ভর্তি থাকলেও কি কি জিনিস কিনেছেন তা বোঝা যায়নি৷ মেসি তাঁর ছেলেদের কথা রাখেন৷ দোকানে থাকাকালীন তাঁকে বেশ হালকা মেজাজে দেখা যায়।
advertisement
আরও পড়ুন – Kolkata Premiere League Trophy: ঠিক যেন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো ঝকঝকে, নতুন ট্রফি কলকাতা লিগে
প্রাক্তন বার্সিলোনা তারকা এবং সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী ১৬ জুলাই ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে তাঁর নতুন ক্লাবে অফিসিয়ালি ইনট্রোডিউসড হবেন। পাঁচ দিন পর ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হবে তাঁর। ইন্টার মিয়ামি বর্তমানে MLS স্ট্যান্ডিংয়ে ১৫ তম এবং শেষ স্থানে রয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 5:41 PM IST