Kolkata Premiere League Trophy: ঠিক যেন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো ঝকঝকে, নতুন ট্রফি কলকাতা লিগে

Last Updated:

Kolkata Premiere League Trophy: এদিকে এবারের কলকাতা প্রিমিয়ার লিগে কোনও বিদেশি ফুটবলার খেলাতে পারবে না কোনও দলই৷

এই ট্রফির ওজন হবে ৭ কেজি
এই ট্রফির ওজন হবে ৭ কেজি
: কলকাতা প্রিমিয়ার লিগে এবার নয়া চমক। ইংলিশ প্রিমিয়ার লিগের ধাঁচে এবার কলকাতার প্রিমিয়ার ডিভিশনের ক্লাবের লড়াইতে যারা চ্যাম্পিয়ন হবে তাদের হাতে তুলে দেওয়া হবে নতুন ট্রফি। এতদিন পর্যন্ত সেভাবে লিগ জয়ীদের ধারাবাহিকভাবে কোনও ট্রফি দেওয়া হত না। আইএফএ সচিব অনির্বান দত্ত নতুন এই ট্রফির সুখবর দিয়েছেন।
নতুন এই ট্রফি রুপোর তৈরি হবে বলে আইএফএ সচিব জানিয়েছেন। এই ট্রফির ওজন হবে ৭ কেজি। বছর দুয়েক আগে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ও কলকাতা প্রিমিয়র লিগে ট্রফি চালু করেছিলেন। তবে এবারের সচিবের ভাবনায় ট্রফি হবে দারুণ ঝকঝকে।  ইংলিশ প্রিমিয়র লিগের ট্রফি যেভাবে ঐতিহ্যশালী সেভাবেই নতুন এই ট্রফিকেও ঐতিহ্যশালী করে তোলার চেষ্টা করা হচ্ছে।
advertisement
advertisement
এবারের কলকাতা লিগে ১৯৯ টি ম্যাচ হচ্ছে৷ তবে কোনও চ্যানেলে দেখা যাবে না এই ম্যাচ৷ সম্প্রচার হবে insports.tv দিয়ে৷ অনলাইন স্ট্রিমিং দেখার জন্য আগ্রহীদের ১৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে৷
advertisement
এদিকে এবারের কলকাতা প্রিমিয়ার লিগে কোনও বিদেশি ফুটবলার খেলাতে পারবে না কোনও দলই৷ এআইএফএফ স্থানীয় ফুটবল প্রতিভার ওপর জোর দিতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে৷ তাদের মতে বিদেশি ফুটবলারদের উপস্থিতিতে হারিয়ে যাচ্ছেন ঘরোয়া তরুণ প্রতিভারাও৷
শুধু কলকাতা লিগই নয়, গোয়ার ঘরোয়া লিগেও বিদেশি ফুটবলার খেলানো যাবে না বলে আগেই ঘোষণা করে দিয়েছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata Premiere League Trophy: ঠিক যেন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো ঝকঝকে, নতুন ট্রফি কলকাতা লিগে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement