কালনার শাসপুরের বাসিন্দা আকাশ মন্ডল নামের এক যুবক নিজের পাসপোর্ট তৈরির জন্য জন্ম সার্টিফিকেট জমা দেয়। এরপরেই কালনা ডিআইবির নজরে আসে ওই সার্টিফিকেট। শংসাপত্রে বিভিন্ন সমস্যা ধরা পড়ে। সার্টিফিকেটকে ঘিরে সন্দেহ তৈরি হয়। এমতাবস্থায় উক্ত দফতর ঘটনার তদন্তে নেমে জানতে পারে সার্টিফিকেটটি জাল।
আরও পড়ুন: ডায়াবেটিস, কোলেস্টেরল কমায়, ভাল রাখে হার্ট, বছরভর সুস্থ থাকতে পাতে রাখুন রাঙা আলু
advertisement
আরও পড়ুন: ৫ বছর ধরে স্কুলে নেই অঙ্কের শিক্ষক! সমস্যায় পড়ুয়ারা
কোথা থেকে কী ভাবে এল এই জাল জন্ম সার্টিফিকেট, সে বিষয়ে ওই যুবককের থেকে ডিআইবি কর্তারা জানতে চায়। তাকে জেরা করেও কিছুই জানা যায়নি। এরপরেই কালনা থানার পুলিশের হাতে ওই যুবককে জাল সার্টিফিকেট সহ তুলে দেওয়া হয়। পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে কালনা কোটের বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজত দেয়।
Nabakumar Roy






