মেমারি নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বিল্ডিং ভাড়া নিয়ে একটি সংস্থা ঢালাও বিজ্ঞাপন দেয়। সেখানে বলা হয়, মহিলাদের স্বনির্ভর করতে ঘরে বসে পেন প্যাকেজিং–এর কাজ দেওয়া হবে। সুরক্ষা আমানত হিসেবে ২ হাজার টাকা করে নেওয়া হয়।
অভিযোগ, প্রথম কয়েক মাস কাজ দিলেও গত দু’দিন ধরে বন্ধ রয়েছে সংস্থার অফিস। এদিন তালা বন্ধ দোকানঘরের সামনে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন এলাকার মহিলা কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির পিছনে মদের আসর! প্রতিবাদ করায় গৃহবধূকে এলোপাথাড়ি মার, মাথায় মদের বোতল দিয়ে আঘাতের অভিযোগ
অনেকেই জানান, “২ হাজার টাকা জমা দিয়েছিলাম। কাজও করেছিলাম। এখন কোম্পানির লোকেদের ফোন বন্ধ। কেউ আর যোগাযোগ করছে না।” প্রতারিত মহিলাদের অভিযোগ, সংস্থার প্রকৃত মালিকের নাম-পরিচয় পর্যন্ত তাঁরা জানেন না।
বিক্ষুব্ধ মহিলারা নতুন বাসস্ট্যান্ডের ওই বিল্ডিংয়ের সামনে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘরটি সিল করে দেয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাস দেয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
