জামালপুর: জেলা জুড়ে বিগত কয়েকদিন ধরেই উঠে আসছে স্কুল বন্ধের খবর বা পড়ুয়া না থাকার খবর। কিন্তু এবার উঠে এল একেবারে অন্য ধাঁচের খবর। বিগত পাঁচ বছর ধরে অঙ্কের শিক্ষক ছাড়াই চলছে হাই স্কুল। অবাক হচ্ছেন ? অবাক হওয়ারই কথা। এমনই এক ঘটনার কথা জানা গেল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় থেকে।
বিগত পাঁচ বছর ধরে গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ে কোনও অঙ্কের শিক্ষক নেই। তাহলে এমত অবস্থায় প্রশ্ন একটাই,অঙ্কের ক্লাস কে করাচ্ছেন? নাকি পড়ুয়াদের অঙ্কের ক্লাসই হচ্ছে না ! এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় জানান -
আরও পড়ুন: আম কুড়োতে গিয়ে শিশুদের সামনে এ কী উদ্ধার! তীব্র আতঙ্ক ছড়াল হুগলিতে
গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্র স্কুলে অঙ্কের ক্লাস করান। সপ্তাহে দুই থেকে তিন দিন ওই প্রাক্তন ছাত্র স্কুলে অঙ্কের ক্লাস নিতে আসেন। প্রধান শিক্ষকের কথায় শুধুমাত্র স্কুলের স্বার্থে, বিনামূল্যে ওই প্রাক্তন ছাত্র স্কুলে অঙ্কের ক্লাস করান । তবে পড়ুয়াদের এক্ষেত্রে সমস্যাও হয় । কারণ সপ্তাহে অঙ্কের ক্লাস হয় মাত্র ২ থেকে ৩ দিন। তবে সবথেকে বেশি সমস্যা হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের।
আরও জানা যায়, এই স্কুলে নিয়ম অনুযায়ী ২৫ জন শিক্ষক থাকার দরকার। কিন্তু বর্তমানে এই গোপালপুর স্কুলে শিক্ষকের সংখ্যা ১৮ জন। ২ বছর ধরে হেড মাষ্টারমশাই এর পদও ফাঁকা রয়েছে। বর্তমানে স্কুলের ভারপ্রাপ্ত হেড মাষ্টারমশায়ের কথায় এই বিষয়ে তাদের অফিসে দরখাস্ত করা বা যেখানে যেখানে জানানোর দরকার সেখানে জানিয়েও কোনও লাভ হয়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman